ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

প্রতিবাদ

প্রকাশিত: ০৬:৪৩, ৩০ মে ২০১৮

প্রতিবাদ

গত মঙ্গলবার দৈনিক জনকণ্ঠে ‘দুই শিক্ষকের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার সন্তানকে হয়রানির অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নেত্রকোনার জনতা মহাবিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম তালুকদার এবং মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা কল্যাণী সেন। লিখিত বক্তব্যে তারা বলেন, প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন ও ভুল তথ্য সংবলিত। প্রকৃত সত্য হচ্ছে, ওই দিন পরিবার কল্যাণ সহকারী পদের লিখিত পরীক্ষায় কলি রায়ের (অভিযোগকারী) সঙ্গে তার আরেক বোন পলি রায়ও পরীক্ষা দিচ্ছিল। তারা ওএমআর ফরমে রোল নং-এর বৃত্ত ভরাট করছিল না। অন্য পরীক্ষার্থীরা তখন অভিযোগ করে যে তারা ওএমআর ফরম পরিবর্তন করতে পারে। এ পরিস্থিতিতে আমরা দুই কক্ষ পরিদর্শক দাঁড়িয়ে থেকে বৃত্ত ভরাট করাই। এতে উদ্দেশ্য সফল হয়নি বিধায় তারা আমাদের বিরুদ্ধে বানোয়াট অভিযোগ করছে। কলি রায়কে কোন ধরনের হয়রানি বা তার উত্তরপত্রে কেউ অতিরিক্ত বৃত্ত ভরাট করেনি বলে দাবি করেন তারা। প্রতিবেদকের বক্তব্য ॥ জেলা প্রশাসকের কাছে চাকরি প্রার্থী কলি রায়ের দেয়া লিখিত অভিযোগের প্রেক্ষিতে সংবাদটি পরিবেশিত হয়েছে। প্রকাশিত সংবাদে একজন শিক্ষকের বক্তব্য তুলে ধরা হয়েছে। অপর শিক্ষক ফোনকল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। জেলা প্রশাসক মঈন উল ইসলাম জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
×