ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে দেশে দারিদ্র্য থাকবে না ॥ মেয়র

প্রকাশিত: ০৭:১৮, ২৯ মে ২০১৮

আওয়ামী লীগ ফের ক্ষমতায় এলে দেশে দারিদ্র্য থাকবে না ॥ মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ঘটছে। দরিদ্র জনসংখ্যার হার ৪২ শতাংশ থেকে ২২ শতাংশে নেমে এসেছে। সরকারের জনবান্ধব কর্মসূচীর কারণে দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে, দারিদ্র্য কমছে। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে দেশে গরিব মানুষ থাকবে না। সোমবার চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক ঈদ ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরশেদুল আলমের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত হয় এই বিতরণ অনুষ্ঠান। মেয়র বলেন, কর্মসংস্থান সৃষ্টিতে সরকার যেভাবে উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করে চলেছে তাতে দারিদ্র্যের হার এক পর্যায়ে শূন্যের কোটায় নেমে আসবে। সরকারের ভিশন অনুযায়ী বাংলাদেশ উন্নীত হবে উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে। আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে। আওয়ামী লীগ সরকার জনগণেরই সরকার। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হাসেম বাবুলের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সহ-সভাপতি সাহাব উদ্দিন, স্থানীয় আওয়ামী লীগ নেতা সৈয়দুল আলম, শ্রমিক লীগ নেতা বখতিয়ার উদ্দিন, মৃদুল কান্তি দাশ প্রমুখ। অনুষ্ঠানে মোট ১ হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
×