ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ ॥ আহত ১১

প্রকাশিত: ০৪:১৩, ২৮ মে ২০১৮

পাকুন্দিয়ায় আওয়ামী লীগের দু’গ্রুপে  সংঘর্ষ ॥ আহত ১১

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৭ মে ॥ জেলার পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ বালু উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ ছাড়াও কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। সংঘর্ষ চলাকালে পুলিশসহ অন্তত ১১ জন আহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে পাকুন্দিয়া থানা ও উপজেলা পরিষদের সামনের সড়কে এ ঘটনা ঘটে। জানা গেছে, দীর্ঘদিন ধরে ব্রহ্মপুত্র নদ থেকে ইজারার নামে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। এতে এলাকার জনগণের বাড়িঘরসহ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে এলাকার জনমনে ক্ষোভ বিরাজ করছিল। গত ২৩ মে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এখলাছ উদ্দিন এলাকার জনগণকে নিয়ে বালু উত্তোলনে বাধা দেন। এতে বালু মহালের ইজারাদার বিল্লাল হোসেন ছাত্রলীগ আহ্বায়ক এখলাছ উদ্দিনের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত অভিযোগ করেন। এর প্রতিবাদে রবিবার সকাল ১০টার দিকে উপজেলা ছাত্রলীগ একটি বিক্ষোভ মিছিল ও ইউএনও বরাবরে একটি স্মারকলিপি প্রদানের আয়োজন করে। খবর পেয়ে পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল হক দেওয়ান ও যুগ্ম আহ্বায়ক রুবেল মিয়ার নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল বিক্ষোভকারী ছাত্রলীগের দলটির ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে পাকুন্দিয়া থানার ওসি আজহারুল ইসলাম সরকার, পরিদর্শক (তদন্ত) সারোয়ার জাহান, এসআই আসাদুজ্জামান, কনস্টেবল হৃদয় খান, মামুন তালুকদার ও দিদারুল আলম ছাড়াও পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদুজ্জামান, পাকুন্দিয়া কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরমিন, পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল হক দেওয়ান, যুবলীগ কর্মী ছিদ্দিক হোসেন ও জামাল, ছাত্রলীগ নেতা সজল আহত হয়।
×