ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গুজবের পর...

প্রকাশিত: ০৫:৪৬, ২৬ মে ২০১৮

গুজবের পর...

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হত্যা করা হয়েছে বলে গুজব ছড়িয়েছিল। গত ২১ এপ্রিলের পর থেকে জনসম্মুখে না আসায় এ গুজব আরও জোরদার হয়। অবশেষে সব গুজব উড়িয়ে দিয়ে প্রকাশ্যে এলেন যুবরাজ সালমান। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আরব নিউজ জানিয়েছে, মঙ্গলবার জেদ্দার আল-সালাম প্যালেসে অর্থনৈতিক ও উন্নয়নবিষয়ক পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন মোহাম্মদ বিন সালমান। বৈঠকের ছবিও প্রকাশ করেছে সংবাদ মাধ্যমটি। রাজধানী রিয়াদে রাজপ্রাসাদের পাশে একটি ড্রোন ভূপাতিত করার পর সালমানের মৃত্যুর গুজব ছড়ায়। ইরানী সংবাদ মাধ্যম জানায়, যুবরাজ সালমানকে গ্রেফতার করা হয়েছে অথবা অভ্যুত্থানে তিনি নিহত হয়েছেন। দেশটির কায়হান সংবাদপত্র দাবি করেছিল : ‘২১ এপ্রিল রিয়াদে সংঘর্ষে যুবরাজ সালমানের শরীরে অন্তত দুটি গুলি লেগেছে এবং খুব সম্ভবত তিনি মারা গেছেন।’ এপ্রিলের শেষ দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পে সৌদি আরব গেলেও তার সঙ্গে যুবরাজ সালমানকে দেখা যায়নি। এ বিষয়টিও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার খোরাক জোগায়।
×