ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উন্নয়ন লক্ষ্যমাত্রার অনেকটাই অর্জন করেছে বাংলাদেশ ॥ যুক্তরাজ্য

প্রকাশিত: ০৮:৩৫, ২৩ মে ২০১৮

উন্নয়ন লক্ষ্যমাত্রার অনেকটাই অর্জন করেছে বাংলাদেশ ॥ যুক্তরাজ্য

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেছে ব্রিটিশ সরকার। রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় বাংলাদেশের ভূমিকারও প্রশংসা করেন তারা। মঙ্গলবার যুক্তরাজ্যের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক কমিটি জানায়, বাংলাদেশ তাদের উন্নয়ন লক্ষ্যমাত্রার অনেকটাই অর্জন করেছে। খবর ওয়েবসাইটের। কমিটি জানায়, গত দশ বছরে বাংলাদেশের গড় প্রবৃদ্ধি ছিল ৬ শতাংশ। ২০১৬-১৭ সালে সেটা হয় ৭ দশমিক ৩ শতাংশ। ফলে এটা স্পষ্ট যে বাংলাদেশ উন্নতি করছে। গ্লোবাল হিউম্যান ডেভেলপমেন্ট সূচক অনুযায়ী তাদের নারী কর্মসংস্থানও আগের চেয়ে বেড়েছে। হাউস অব কমন্সের এই কমিটিতে কয়েকটি দলের এমপি থাকেন। তারা দেশটির আন্তর্জাতিক উন্নয়ন বিষয় দফতরের কাজ দেখাশোনা করেন। তারা রোহিঙ্গা সঙ্কটকে এই উন্নয়নের ‘অপ্রত্যাশিত ধাক্কা’ বলে উল্লেখ করেছে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এমন অপ্রত্যাশিত কিছুর ক্ষেত্রে সীমাবদ্ধতা, ত্রুটি ও আশঙ্কা ফুটে ওঠে। যেমন রোহিঙ্গা সম্প্রদায় পালিয়ে আসার পর দেখা দিয়েছে। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় নিজেদের সীমাবদ্ধতার কথা নতুন করে ভাবতে হচ্ছে বাংলাদেশকে। রোহিঙ্গা সঙ্কট বৈশ্বিকভাবে মোকাবেলা করতে হবে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে। প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশকে তাদের অবস্থানের জন্য ধন্যবাদ ও প্রশংসা জানানো উচিত। তবে দীর্ঘমেয়াদে এই সঙ্কট সমাধানের কথা ভাবা উচিত। আর এক্ষেত্রে বিশ্বের সবাইকে এগিয়ে আসা উচিত।’
×