ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এইউবিতে সামার সেমিস্টারের নবীনবরণ

প্রকাশিত: ০৬:৪৫, ২২ মে ২০১৮

এইউবিতে সামার সেমিস্টারের নবীনবরণ

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে সামার সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠান শনিবার এইউবির আয়েশা মিলনায়তনে রেজিস্ট্রার ড. মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। নবীনদের এই মিলনমেলায় প্রধান অতিথি ছিলেন, এইউবির প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। বিশেষ অতিথি ছিলেন, আল আরাফাহ ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হোসাইন, এইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. জাফার সাদেক, ডিভিসি ইঞ্জিনিয়ার এ এফ এম ফারুক। বক্তব্য রাখেন, ট্রেজারার এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, পরীক্ষা নিয়ন্ত্রক কে এম মনিরুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন, এ্যাডমিশন ডিরেক্টর গিয়াস উদ্দিন। -বিজ্ঞপ্তি মল ঢেলে সুপারকে লাঞ্ছিতের ঘটনায় আরও একজন গ্রেফতার স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার বাকেরগঞ্জ উপজেলায় মাদ্রাসার জমি ও কমিটি নিয়ে বিরোধের জের ধরে সুপারকে প্রকাশ্যে মারধর ও মাথায় মল ঢেলে লাঞ্ছিত করার ঘটনার আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ওই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। বাকেরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম রবিবার রাতে নগরীর লাইন রোডের জেলা পুলিশের সদর সার্কেল অফিসে এক সংবাদ সম্মেলনে জানান, পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার মহিষকাটা এলাকা থেকে সোহেল খন্দকারকে আটক করা হয়। সোহেল মাদ্রাসা সুপারকে লাঞ্ছিত করার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি। সে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের এমদাদ খন্দকারের পুত্র।
×