ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচক কমেছে ২৫৫ পয়েন্ট

প্রকাশিত: ০৭:১৫, ২০ মে ২০১৮

পুঁজিবাজারে সূচক কমেছে ২৫৫ পয়েন্ট

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সঙ্গে প্রধান সূচক কমেছে ২৫৫ পয়েন্ট। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ২৫.৪১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে শেয়ারবাজারের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা ঘটেছে কৌশলগত বিনিয়োগকারী হিসেবে চীনের কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি করেছে। গত সোমবার হোটেল লা মেরিডিয়ানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে চীনের হাংহাই ও সেনজেন স্টক একচেঞ্জের কর্তাব্যক্তি ও ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক একেএম মাজেদুর রহমানের সঙ্গে চুক্তি হয়। কিন্তু কৌশলগত বিনিয়োগকারী ইস্যুতে এত বড় চুক্তির পরও বাজারে কোন ইতিবাচক প্রভাব পড়েনি। উল্টো টানা পতন থেকে বের হতে পারছে না বাজারটি। জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে মোট ১ হাজার ৯৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর আগের সপ্তাহে লেনদেন হয় ২ হাজার ৬১৮ কোটি টাকার। সেই হিসাবে সমাপ্ত সপ্তাহে লেনদেন কমেছে ৬৬৫ কোটি টাকা বা ২৫.৪১ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৮৭ দশমিক ১৮ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৬ দশমিক ৩৭ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৫ দশমিক ৪৮ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে দশমিক ৯৬ শতাংশ। সকালে ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক কমেছে ৪ দশমিক ৪৮ শতাংশ বা ২৫৫ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক কমেছে ৪ দশমিক ৮৪ শতাংশ বা ১০৩ পয়েন্ট। অপরদিকে শরীয়াহ বা ডিএসইএস সূচক কমেছে ৩ দশমিক ১২ শতাংশ বা ৪১ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৪৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬১টি কোম্পানির। আর দর কমেছে ২৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৩৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। সার্বিক সূচক কমেছে ২ দশমিক ৬৫ শতাংশ। সপ্তাহজুড়ে সিএসইতে তালিকাভুক্ত মোট ২৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪১টি কোম্পানির। আর দর কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির। সাপ্তাহিক লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, বিএসআরএম লিমিটেড, বেক্সিমকো, কুইন সাউথ টেক্সটাইল, ইন্ট্রাকো রিফুয়েলিং, স্কয়ার ফার্মা, লিগ্যাসি ফুটওয়ার ও মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : মুন্নু জুট স্টাফলার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল, সোস্যাল ইসলামী ব্যাংক, মুন্নু সিরামিক, স্টাইল ক্রাফট, সিইএমএল মিউচুয়াল ফান্ড, লিগ্যাসি ফুটওয়ার ও ইস্টার্ন ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : ওয়ান ব্যাক, এমটিবি, তুং হাই নিটিং, আইএফআইসি, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, এইচআর টেক্সটাইল, ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড, সিএ্যান্ডএ টেক্সটাইল ও রিপাবলিক ইন্স্যুরেন্স।
×