ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপির কোন নীতি নেই ॥ তোফায়েল

প্রকাশিত: ০৬:১৪, ২০ মে ২০১৮

বিএনপির কোন নীতি নেই ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৯ মে ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির কেয়ারটেকারের স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে। কোন দিন আর বাস্তবায়িত হবে না। ডিসেম্বরে জাতীয় নির্বাচন। নির্বাচন হবে বর্তমান সরকারের অধীনেই। সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন পরিচালনা করবেন নির্বাচন কমিশন। বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপি এমন একটি দল যার কোন নীতি নেই। সারাদেশের মানুষ খুলনা সিটির নির্বাচন প্রক্রিয়াকে প্রশংসা করেছে, কিন্তু বিএনপি এই নিরেপক্ষ ও সুষ্ঠু, সুন্দর নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানান রকম কথা বলে। বিএনপির একটা চারিত্রিক বৈশিষ্ট্য: ভালকে খারাপ বলা, আর খারাপকে ভাল বলা। শনিবার সকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদ চত্বরে পূর্ব ইলিশা ইউনিয়নে ভিজিএফ (মৎস্য) কর্মসূচীর আওতায় জেলেদের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে ৩২ শ’ জেলের মাঝে বিনামূল্যে প্রত্যেককে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়। তিনি বলেন, এই নির্বাচন কমিশন দক্ষতার সঙ্গে রংপুর, কুমিল্লা, গাইবান্ধা ও খুলনার নির্বাচন সফলভাবে পরিচালনা করেছে। কোন জয়গায় প্রশ্ন ওঠেনি। কিন্তু বিএনপি স্বপ্ন দেখে তত্ত্বাবধায়ক সরকারের। তাদের সে স্বপ্ন কোনদিনই পূরণ হবে না। সংবিধান অনুসারে নির্বাচন হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাস করে, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশ সম্মানিত হয়েছে, প্রশংসিত হয়েছে। নৌকা আমাদের স্বাধীনতা দিয়েছে, নৌকা উন্নয়ন দিয়েছে। বাংলাদেশের উন্নয়ন আন্তর্জাতিক বিশ্বে রোল মডেল। এছাড়াও পরে রাজাপুরেও পৃথক আরেক সমাবেশে বাণিজ্যমন্ত্রী বক্তব্য রাখেন এবং রাজাপুর ইউনিয়নের প্রায় ৪ হাজার জেলের মাঝে ভিজিএফের ৪০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুসসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
×