ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের জন্যই দেশে ফিরে আসেন তিনি’

প্রকাশিত: ০৭:৩৬, ১৯ মে ২০১৮

 ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের  স্বপ্ন বাস্তবায়নের  জন্যই দেশে ফিরে  আসেন তিনি’

১৪ দলীয় জোট নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার গণতন্ত্রী পার্টি কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোটের অন্যতম শরিক গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়ামের সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার। অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার বলেন, ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে নৃশংসভাবে হত্যার মাধ্যমে বাংলাদেশকে পাকিস্তান বানানোর যে ষড়যন্ত্র হয় তাতে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যোগদেন। সেই সময় দেশের ক্রান্তিকালে জাতির জনকের অবর্তমানে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সব ভয়ভীতি ও জীবনের ঝুঁকি উপেক্ষা করে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পূর্ণ ও মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন করতে তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন। ঢাকার তৎকালীন আন্তর্জাতিক বিমানবন্দর তখন তাকে গ্রহণ করতে আসা লোকে জনসমুদ্রে পরিণত হয়। তিনি দেশে ফিরে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে শুধু এটুকুই বলেন যে, আমার বাবা মা ভাই সবাইকে হারিয়ে আমি আপনাদের মাঝে এসেছি শুধু বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের জন্য। আমি আপনাদের মাঝে থাকব, আমি বিশ্বাস করি আপনারাও আমার সঙ্গে থাকবেন। আজকে ২০১৮ সালে তার কথা সত্য প্রমাণিত হয়েছে। তিনি আজ বিশ্বদরবারে অত্যন্ত সফল এক নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। উপজেলা সভাপতি বীর মক্তিযোদ্ধা এমএ গনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল আলীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডাঃ সুবোদ দাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আউয়াল, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল গনি প্রমুখ। -বিজ্ঞপ্তি
×