ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৯ দফা কর্ম পরিকল্পনাসহ ঢাকা ঘোষণায় শেষ হলো দুর্যোগ সম্মেলন

প্রকাশিত: ০৬:২৯, ১৮ মে ২০১৮

৯ দফা কর্ম পরিকল্পনাসহ ঢাকা ঘোষণায় শেষ হলো দুর্যোগ সম্মেলন

বিশেষ প্রতিনিধি ॥ ৯ দফা কর্মপরিকল্পনাসহ ঢাকা ঘোষণার মাধ্যমে শেষ হলো তিন দিনব্যাপী প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক ২য় আন্তর্জাতিক সম্মেলন। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এ ঘোষণা প্রকাশ করা হয়। সম্মেলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে প্রথমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কাছে ঘোষণার কপি হস্তান্তর করা হয়। মন্ত্রী পরে এ ঘোষণার কপি অনুষ্ঠানের প্রধান অতিথি স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীর কাছে হস্তান্তর করেন। ঘোষণায় প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণা, জরিপ, প্রতিবন্ধীবান্ধব সরকার, প্রতিবন্ধীদের জন্য বেসরকারী পর্যায়ে বিনিয়োগ বৃদ্ধি, পরস্পর তথ্য আদান-প্রদান, প্রতিবন্ধীদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি ইত্যাদির ওপর গুরুত্বারোপ করা হয়। ঘোষণায় বলা হয় আগামী ২০২১ সালের মধ্যে অন্তত ২০টি দেশ প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য উন্নত কর্মপরিবেশ ও জীবনযাপনের পরিবেশ সৃষ্টিতে কাজ করবে। সম্মেলনে ২০১৫ সালের ৮ দফা ঢাকা ঘোষণার অগ্রগতি উল্লেখ করা হয়। এ সময় প্রধান অতিথি স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী এ ঘোষণাকে অত্যন্ত কার্যকর ঘোষণা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আগামী দিনের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় গাইড লাইন প্রণয়নে এ ঘোষণা পথনির্দেশক হিসেবে কাজ করবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ্ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরবিক্রম, এমপি, পাপুয়া নিউগিনির ইন্টার-গবর্নমেন্ট রিলেশন বিষয়ক মন্ত্রী কেভিন ইসিফু এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক, প্রোগ্রাম কমিটির আহ্বায়ক সত্যব্রত সাহা প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক ফোকাল পয়েন্ট সায়মা হোসেন উপস্থিত ছিলেন। সম্মেলনে মোট ৫টি প্লেনারি সেশন ১৪টি সাইড সেশন ৪টি বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। এতে ২৭টি প্রবন্ধ উপস্থাপন করা হয়। বিভিন্ন সেশনে ১৬ মন্ত্রী উপস্থিত থেকে মূল্যবান মতামত প্রদান করেন। এতে ৩৪টি দেশের ১১২ জন বিদেশী অতিথি অংশগ্রহণ করেন। সম্মেলনের কয়েকটি সেশনে প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক ফোকাল পয়েন্ট সায়মা হোসেন অংশগ্রহণ করেন। বিশেষ অতিথির বক্তৃতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মায়া চৌধুরী বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠী সমাজের অবহেলিত মানুষ। কিন্তু এরা সমাজ ও পরিবারের বোঝা হয়ে থাকতে চায় না। নিজের পায়ে দাঁড়িয়ে এরা মর্যাদার সঙ্গে বসবাস করতে চায়। এজন্য এরা সমাজ ও পরিবারের সহানুভূতি আশা করে। তিনি বলেন, দুর্যোগ সহনশীল জাতি গঠন সরকারের মূল লক্ষ্য। তিনি আশা করেন এ সম্মেলন প্রতিবন্ধী লোকদের নতুন আলোয় উদ্ভাসিত করবে। সমাজের সব শ্রেণী পেশার মানুষদের প্রতিবন্ধী জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান মন্ত্রী।
×