ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিনা শুল্কে কৃষি যন্ত্রপাতি আমদানির সুযোগ চায় এফবিসিসিআই

প্রকাশিত: ০৬:২৫, ১৬ মে ২০১৮

বিনা শুল্কে কৃষি যন্ত্রপাতি আমদানির সুযোগ চায় এফবিসিসিআই

অর্থনৈতিক রিপোর্টার ॥ কৃষি খাতের উন্নয়নে বিনা শুল্কে কৃষি যন্ত্রপাতি আমদানির সুযোগ চেয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। একই সঙ্গে কৃষি খাতে গবেষণা বাড়ানো ও কৃষি পণ্যের রফতানি বহুমুখীকরণের উপরও জোর দিয়েছে সংগঠনটি। মঙ্গলবার সকালে মতিঝিলের চেম্বার ভবনে ‘অর্থনৈতিক সুবিধা অর্জনে কৃষিপণ্যের বহুমুখী ব্যবহার এবং আন্তর্জাতিক মানের ভ্যালু এডিশন’ শীর্ষক সেমিনারে এসব কথা ওঠে আসে। বাংলাদেশ এগ্রো-বেসড প্রোডাক্ট প্রডিউসার এ্যান্ড মার্চেন্টস এসোসিয়েশন (বিএপিএমএ) এ সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব শুভাশীষ বসু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি মোঃ শফিউল ইসলাম মহিউদ্দিন। বিএপিএমএ’র সভাপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ খুরশীদ আলম। প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য সচিব শুভাশীষ বসু বলেন, বাংলাদেশের কৃষিপণ্যের ভা-ারকে রফতানি আয়ের অন্যতম উৎসে পরিণত করা প্রয়োজন। এফবিসিসিআই সভাপতি মোঃ শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, বিশ্বজুড়ে ৯০ বিলিয়ন ইউএস ডলারের অর্গানিক ফুডের যে বিশাল বাজার রয়েছে দেশের কৃষিখাতের বিপুল সম্ভাবনা কাজে লাগিয়ে তার সুযোগ নেয়া যেতে পারে। কারিগরি শিক্ষা প্রসারে ঠাকুরগাঁওয়ে আঞ্চলিক সেমিনার নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ অর্থনৈতিক উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্বারোপ করে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আঞ্চলিক সেমিনার ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ‘কারিগরি শিক্ষা নিলে, দেশ বিদেশে কর্ম মিলে’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকালে শহরের সরকারী বালক উচ্চ বিদ্যালয় বড়মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গন নদীর তীরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ‘অপরাজেয় ৭১’ চত্বরে গিয়ে শেষ হয়।
×