ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা ॥ চৌগাছায় আটক ৩

প্রকাশিত: ০৪:৪৬, ১৬ মে ২০১৮

পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা ॥ চৌগাছায় আটক ৩

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছায় পুলিশ পরিচয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় এলাকাবাসীর সহায়তায় তিন যুবককে আটক করেছে চৌগাছা থানা পুলিশ। সোমবার রাতে চৌগাছা-ব্যাঙদা ভায়া কাবিলপুর সড়কের মশ্মমপুর মোড়ে এ ঘটনা ঘটে। আটক ছিনতাইকারীরা হলেন, যশোর সদর উপজেলার ফরিদপুর বাজারপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে আমিরুল ইসলাম, একই গ্রামের মুস্তাফিজুর রহমান দুলুর ছেলে মুশফিকুর রহমান এবং ঝিকরগাছা উপজেলার বড়কুলি-কায়েমকোলা গ্রামের আমিনুর রহমানের ছেলে ইনজামামুল হক ইমন। ঘটনার শিকার সায়েম জানান, চৌগাছার ডিভাইন গার্মেন্ট ফ্যাক্টরি থেকে অফিস শেষে তিনি ও তার স্ত্রী লতা নতুন রোডমাস্টার একটি মোটরসাইকেলে চড়ে নিজ বাড়ি শার্শা উপজেলার কাশিপুর যাচ্ছিলেন। চৌগাছা-ব্যাঙদা ভায়া কাবিলপুর সড়কের মশ্মমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে পুলিশ পরিচয় দিয়ে ওই তিনজন তাদের থামার সঙ্কেত দেন। তাদের কাছে কাগজপত্র চাওয়া হয়। তারা শো-রুমের কাগজ বের করলে ওই তিন ব্যক্তি বলেন, ‘কাগজ ঠিক নেই। এই গাড়ি থানায় নাও।’ ‘পুলিশ পরিচয়দানকারীদের বয়স ও গড়ন দেখে আমাদের সন্দেহ হয়। এ সময় একটি ট্রাক কাবিলপুরের দিক থেকে চৌগাছা আসছিল। আমি ও আমার স্ত্রী লতা ওই ট্রাকটির সামনে গিয়ে চিৎকার করে জীবন বাঁচানোর আবেদন করি। এ সময় ট্রাকের ড্রাইভার ও হেলপার ছাড়াও চিৎকার শুনে এলাকাবাসী এবং ২-৩শ’ মিটার দূরে থাকা শাহাজাদপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা এগিয়ে এসে ওই তিন যুবককে আটকে ফেলে।’
×