ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বকেয়া আদায়ের দাবিতে কৃষকদের মানববন্ধন

প্রকাশিত: ০৭:০৩, ১৫ মে ২০১৮

বকেয়া আদায়ের দাবিতে কৃষকদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৪ মে ॥ খামারির কাছে টাকা পাওনার দাবিতে শতাধিক কৃষক মানববন্ধন করেছেন। সোমবার দুপুরে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, উপজেলার গোয়ারী গ্রামের আসাদুজ্জামান তালুকদারের ছেলে আক্তারুজ্জামান তালুকদার প্রিন্স তালুকদার মৎস্য খামারের নামে স্থানীয় বারআলা বিলের শতাধিক কৃষকের কাছ থেকে পাঁচ বছরের জন্য কাঠা প্রতি দুই হাজার ২০০ টাকা হিসেবে প্রায় দেড় শ’ একর জমি ভাড়া নেন। পরবর্তীতে আবারও কাঠাপ্রতি চার হাজার টাকা হিসেবে আরও পাঁচ বছর সময় বৃদ্ধি করা হয়। কৃষকদের দাবি, প্রথম কয়েক বছর ঠিকঠাক ভাড়া দেয়া হলেও পরবর্তী চার বছরে প্রায় সাড়ে ৬৪ লাখ টাকা ভাড়া বকেয়া পড়ে এবং খামার মালিক তা দিতে টালবাহানা শুরু করেন। এমনকী ভাড়ার টাকা চাইলে থানায় চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ দিয়ে আমাদের হয়রানি করে আসছে। এরই প্রতিবাদে এই মানবন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান করা হয়। নীলফামারীতে কৃষক সমিতির চার দফা দাবিতে স্মারকলিপি স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সরকার নির্ধারিত মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয়সহ চার দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেছে সদর উপজেলা কৃষক সমিতি। সোমবার বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী বরাবরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ওই স্মারকলিপি প্রদান করেন সমিতির নেতাকর্মীরা। পরে উপজেলা পরিষদের সামনে এক সমাবেশে বক্তৃৃতা দেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক শ্রীদাম দাস, সদর উপজেলা কৃষক সমিতির সভাপতি উদাস রায়, কৃষক নেতা মোস্তাক আহমেদ, উপেন্দ্র নাথ রায় প্রমুখ।
×