ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচনে জাপা তিন শ’ আসনে প্রার্থী দেবে ॥ এরশাদ

প্রকাশিত: ০৪:৫০, ১৪ মে ২০১৮

আগামী নির্বাচনে জাপা তিন শ’ আসনে প্রার্থী  দেবে ॥ এরশাদ

সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী, ১৩ মে ॥ আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে কোন সম্পর্ক নেই মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনশত আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ভবিষ্যতের কথা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তবে আমি বলতে পারি আগামীতে জাতীয় পার্টি দেশ পরিচালনা করবে। রবিবার দুপুরের দিকে রংপুর যাওয়ার পথে সৈয়দপুরের বাংলা হাইস্কুল মাঠে জাতীয় যুব সংহতির সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন এরশাদ। এরশাদ আরও বলেন, নীলফামারী-৪ আসনের জাপার প্রার্থী হিসেবে শওকত চৌধুরীকে আগেই ঘোষণা দিয়েছি। এসময় দলের ভাইস চেয়ারম্যান ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য শওকত চৌধুরী, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপিত আলমগীর শিকদার লোটন, সাধারণ সম্পাদক ফাকরুল আহসান শাহজাদা, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ কে এম সাজ্জাদ পারভেজসহ স্থানীয় জাতীয় পার্টির নেতাকর্মী উপস্থিত ছিলেন। এর আগে সৈয়দপুর বিমানবন্দর থেকে ৫ শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে জাপা চেয়ারম্যানকে সৈয়দপুর পাইলট হাই স্কুল মাঠে নিয়ে আসেন। সেখানে বেলুন উড়িয়ে তিনি কাউন্সিলের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এতে ২০ বছর পর সৈয়দপুর রাজনৈতিক জেলা জাতীয় যুব সংহতির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। সৈয়দপুর মূর্তজা ইনস্টিটিউটে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় প্রথম অধিবেশন। এতে সভাপতিত্ব করেন জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক রওশন মাহানামা। নিজস্ব সংবাদদাতা রংপুর থেকে জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আওয়ামী লীগ দেশের ব্যাপক উন্নয়ন করলেও জনগণের মন জয় করতে পারেনি। তবে তুলনামূলকভাবে বিএনপির চেয়ে আওয়ামী লীগ ভাল তাই আগামী নির্বাচনে অংশ নিয়ে তাদের সহযোগিতা করবে জাতীয় পার্টি। জাতীয় পার্টি নির্বাচন করবে। আর নির্বাচন করলেই তা গ্রহণযোগ্য হবে। তিনি রবিবার দুপুরে রংপুর সার্কিট হাউসে তিন দিনের সফরে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, নিরপেক্ষ নির্বাচন দেয়া অত্যন্ত কঠিন। ওই দুই সিটি নিরপেক্ষ নির্বাচন হবে কীনা তা নিয়ে সংশয় রয়েছে। এসময় জাপার প্রেসিডিয়াম সদস্য মেজর (অব) খালেদ আখতার, মহানগর জাপার সেক্রেটারি এসএম ইয়াসীর, জাপা নেতা ও প্রাইম গ্রুপের চেয়ারম্যান ডাঃ আক্কাস আলী সরকার ও আব্দুর রাজ্জাকসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এদিকে কুড়িগ্রাম-৩ আসনের এমপি মাইদুল ইসলাম মারা যাওয়ায় শূন্য আসনটিতে উপনির্বাচনে ডাঃ আক্কাস আলী সরকারকে প্রার্থী ঘোষণা করেন এরশাদ।
×