ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রমনা থানা হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ

প্রকাশিত: ০৬:১৬, ১০ মে ২০১৮

রমনা থানা হেফাজতে যুবকের মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রমনা থানায় পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রমনা থানার উপ-পরিদর্শক আবদুল বাতেন ও দীপংকর অচেতন অবস্থায় অজ্ঞাত পরিচয় (২৫) ওই যুবককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মনা জোনের সহকারী কমিশনার (এসি) ইহসানুল ফেরদৌস জানান, সকালের দিকে মগবাজার চেয়ারম্যান গলি এলাকায় শওকত নামে এক ব্যক্তির কাছে ছিনতাই করার সময় গণধোলাই শিকার হয় ওই যুবক। পরে পুলিশ সংবাদ পেয়ে আহত ছিনতাইকারীকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যায়। চিকিৎসা শেষে দুপুরের দিকে ওই যুবককে থানায় নিয়ে যাওয়া হয়। পরে থানায় আবারও অসুস্থ হয়ে পড়লে ওই যুবককে ফের ঢামেকে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ছিনতাইকারীর নাম মঙ্গল (২৫), বাবার নাম জারিক হোসেন। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
×