ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশের উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই ॥ বিদ্যুত প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৬:২১, ৮ মে ২০১৮

দেশের উন্নয়নে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই ॥ বিদ্যুত প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিদ্যুত, জ্বালানিসহ সকল ক্ষেত্রে চলমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এই সরকারের আমলে তেল শোধনাগারের উন্নয়ন এবং নতুন রিফাইনারি তৈরি হচ্ছে। দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। সোমবার দুপুরে রাষ্ট্রায়াত্ত তেল শোধনাগার প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন জ্বালানি সেক্টরের শীর্ষ পর্যায়ে কর্মকর্তারা। বিদ্যুত প্রতিমন্ত্রী বলেন, সকল সেক্টরে শেখ হাসিনার নেতৃত্বে যত উন্নয়ন হয়েছে ইতিপূর্বে আর কোন সরকার তা করেনি।
×