ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নরসিংদীতে তুচ্ছ ঘটনায় হামলা ॥ টেঁটাবিদ্ধ পাঁচ

প্রকাশিত: ০৬:৫২, ৭ মে ২০১৮

নরসিংদীতে তুচ্ছ  ঘটনায় হামলা ॥  টেঁটাবিদ্ধ পাঁচ

স্টাফ রিপোর্টার, নরসিংদী ॥ তুচ্ছ ঘটনায় ৫ জন টেঁটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে। রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বড়ইতলা গ্রামে রবিবার সকালে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই গ্রামের নজু মোল্লার বাড়ির যুবকরা শনিবার বিকেলে স্থানীয় মাঠে ক্রিকেট খেলা শেষে দুপুরে খাওয়া-দাওয়ার আয়োজন করে। এ অনুষ্ঠানে একই গ্রামের পর্দার বাড়ির লোকজনকে দাওয়াত না দেয়ায় তারা ক্ষিপ্ত হয়। শনিবার রাতে নজু মোল্লার বাড়ির রশিদ মিয়ার পুত্র কাউছার (২৫) চরসুবুদ্ধি বাজার থেকে নিজ বাড়ি বড়ইতলা যাবার পথে পর্দার বাড়ির আওলাদ হোসেন ও সিদ্দিক মিয়া তাকে মারধর করে। রবিবার সকালে কাউছার মিয়া ও তার ভাই দুলাল মিয়া চরসুবুদ্ধিস্থ তাদের পোল্ট্রি ফার্মে যাবার পথে আবার পর্দার বাড়ির লোকজন বাধা দেয়। বিষয়টি স্থানীয় ইউপি মেম্বার আবদুল মাজেদ মিয়াকে অবহিত করে নজু মোল্লার বাড়ির লোকজন। পরে ইউপি মেম্বার মাজেদ মিয়া পর্দার বাড়ির আওলাদ হোসেন ও ছিদ্দিক মিয়াকে ঘটনার কথা জিজ্ঞাসা করলে তারা ক্ষিপ্ত হয়। তারা দলবদ্ধ হয়ে আওলাদ হোসেনের নেতৃত্বে পর্দার বাড়ির লোকজন লাঠি, বল্লম, টেঁটা নিয়ে নজু মোল্লার বাড়িতে হামলা চালায়। এতে নজু মোল্লার বাড়ির দুলাল মিয়া, কাউছার, আমির হোসেন, ডালিম, হানিফা, টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়। আহতদেরকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুলাল মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
×