ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিআইএসের প্রথম বর্ষ পূর্তি উদযাপন

প্রকাশিত: ০৫:০১, ৭ মে ২০১৮

ডিআইএসের প্রথম বর্ষ পূর্তি উদযাপন

দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন ‘ডোরস্ ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস)’ এর প্রথম বর্ষ পূর্তি রাজধানীর উত্তরা সীশেল রেস্টুরেন্ট এ্যান্ড প্যালেসে অনুষ্ঠিত হয়েছে। ‘সকল প্রতিবন্ধকতা ভেঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একীভূত সমাজ বিনির্মাণ’-এই স্লোগানকে সামনে রেখে ডোরস্ ফর ইনক্লুসিভ সোসাইটি (ডিআইএস) ২০১৭ সালে যাত্রা শুরু করে। বিগত সময়ে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এ্যান্ড্রোয়েড মোবাইল প্রশিক্ষণ, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে খাবার বিতরণ, প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ইত্যাদি মহতি কর্মকান্ডের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি তার একটি বছর অতিক্রম করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মোঃ আসরামুল হক, সংসদ সদস্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিরোজ এ. খান, চেয়ারম্যান, দ্য সোসাইটি টু হেল্প এডুকেশন ইন বাংলাদেশ ইন্টারন্যাশনাল (সেবী)। এছাড়া প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম ফেরদৌস আলম, কার্যনির্বাহী সম্পাদক ব্যারিস্টার ইসরাত বিনতেসহ ব্যারিস্টার রিয়াজুল করিম, ইনোভেশন গ্যারেজের সিইও আশিকুর রহমান অমিত উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×