ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বড় রাজস্ব ঘাটতির মুখে সরকার

প্রকাশিত: ০৬:৪৭, ৬ মে ২০১৮

বড় রাজস্ব ঘাটতির মুখে সরকার

অর্থনৈতিক রিপোর্টার ॥ বড় রাজস্ব ঘাটতির মুখে সরকার। এরই মধ্যে অর্থবছরের ৯ মাস শেষে ঘাটতি দাঁড়িয়েছে ২৩ হাজার কোটি টাকা। অর্থনীতিবিদদের মতে, বাজেটের আকার বাড়লেও তা বাস্তবায়ন দক্ষতা বাড়েনি। ফলে প্রতিবছরই শেষ সময়ে এসে রাজস্ব লক্ষ্যমাত্রায় কাঁটছাট করে সরকার। এ নিয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলছেন, রাজস্ব আদায়ে বড় ঘাটতি থাকলেও অর্থের অভাবে কোনো প্রকল্প বাস্তবায়নে পিছিয়ে থাকবে না সরকার। ‘সময় এখন বাংলাদেশের, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ’ -এমন স্লোগান নিয়ে চলতি অর্থবছরে বড় বাজেট দেয়া হলেও সরকারের উচ্চাভিলাষ এখন খানিকটা ম্লান হওয়ার পথে। কারণ অর্থবছরের ৯ মাসে বাজেটের লক্ষ্যপূরণে সবচেয়ে বড় হোঁচট খেতে হচ্ছে রাজস্ব আদায়ে। গত বাজেটে ৩৫ শতাংশ প্রবৃদ্ধি ধরে এনবিআরের রাজস্ব লক্ষ্য নির্ধারণ করা হয় প্রায় আড়াই লাখ কোটি টাকা। হিসাব বলছে, চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে এনবিআরের লক্ষ্য ছিল ১ লাখ ৬৭ হাজার কোটি টাকা। বিপরীতে আদায় করা গেছে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা। অর্থাৎ নয় মাস শেষে লক্ষ্যমাত্রার চেয়ে ২৩ হাজার কোটি টাকা ঘাটতিতে আছে এনবিআর। যদিও আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রবৃদ্ধি হয়েছে ১৪ শতাংশ। যা কাক্সিক্ষত নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা। এরই মধ্যে রাজস্ব লক্ষ্য ৩০ হাজার কোটি টাকা কাঁটছাট করা হতে পারে এমন পূর্বাভাস দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, বাজেটের আকার প্রতি বছর বড় হলেও বাস্তবায়নের ক্ষেত্রে এখনও দূরদর্শিতার অভাব রয়েছে। ফলে বছর শেষে রাজস্ব কাঁটছাট করার সংস্কৃতি থেকে বের হতে পারছে না রাজস্ব বোর্ড। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বলছেন, অভ্যন্তরীণ সম্পদ আহরণের লক্ষ্যপূরণ নিয়ে চলতি অর্থবছরেও শঙ্কা রয়েছে। তবে অর্থের অভাবে প্রকল্প বাস্তবায়নে পিছিয়ে থাকবে না সরকার।
×