ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বের মোট ঋণ ১৬৪ ট্রিলিয়ন ডলার

প্রকাশিত: ০৪:৫৯, ৪ মে ২০১৮

বিশ্বের মোট ঋণ ১৬৪ ট্রিলিয়ন ডলার

বিশ্বের মোট ঋণের পরিমাণ জিডিপির ১২ শতাংশ বেড়ে বর্তমানে ১৬৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। ২০০৯ সাল থেকে ক্রমান্বয়ে বাড়তে থাকা এ ঋণের পরিমাণ বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আর ঋণ বাড়ার পেছনে মূল চালিকাশক্তি হিসেবে চীন কাজ করছে বলেও জানিয়েছে আইএমএফ। আইএমএফের ফিসক্যাল মনিটরের রিপোর্ট বলছে, বর্তমানে বিশ্বের মোট ঋণ মোট জিডিপির ২২৫ শতাংশে পৌঁছেছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সরকারী-বেসরকারী খাতের ঋণ। বাড়তি ঋণ বিশ্ব মন্দার সময় বিভিন্ন দেশকে চাপের মুখে ফেলবে। বিশ্ব অর্থনৈতিক মন্দার সময় বেসরকারী খাতে সবচেয়ে বেশি ঋণগ্রস্ত হয়েছে চীন। এছাড়া, বর্তমানে বিশ্বের মোট ঋণের অর্ধেকই জাপান এবং যুক্তরাষ্ট্রের। -অর্থনৈতিক রিপোর্টার
×