ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বড় পরিসরে উৎপাদন শুরু অলিম্পিক ইন্ডাস্ট্রিজের

প্রকাশিত: ০৪:৫২, ৪ মে ২০১৮

বড় পরিসরে উৎপাদন শুরু অলিম্পিক ইন্ডাস্ট্রিজের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ বড় পরিসরে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি গত ১ মে থেকে বড় পরিসরে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে। কোম্পানির কুতুবপুর ফ্যাক্টরিতে বাৎসরিক ৬৬ মিলিয়ন প্যাকেজিং কার্টন ও ৯ হাজার মেট্রিক টন নুডলস উৎপাদন শুরু হয়েছে। মদনপুর ফ্যাক্টরিতে নতুন টানেল স্থাপনের মাধ্যমে আরও ১৮ হাজার মেট্রিক টন বেকারি পণ্যের উৎপাদন শুরু হয়েছে। এছাড়া তৃতীয় পক্ষ লুক্যার্ন কোকোয়া এবং চকোলেট প্রোডাক্টসের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেছে অলিম্পিক। এতে কোম্পানিটি অলিম্পিকে প্রতিবছর ২০ টন পণ্য সরবরাহ করবে। -অর্থনৈতিক রিপোর্টার
×