ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ১০

প্রকাশিত: ০৫:০১, ৩ মে ২০১৮

রাজশাহীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে  আহত ১০

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মোহনপুরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে কয়েক পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ চার জনকে আটক করে। মঙ্গলবার বিকেলে উপজেলার একদিলতলা হাটের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মে দিবস উপলক্ষে বিকেলে উপজেলা শ্রমিক দলের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করার প্রস্তুতি নেয় বিএনপির নেতাকর্মীরা। এতে পুলিশ বাধা দিলে বিএনপির নেতাকর্মীরা মোহনপুর ডিগ্রী কলেজ মাঠে গিয়ে আলোচনা সভা করে। সভা শেষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আর রশিদের নেতৃত্বে নেতাকর্মীরা র‌্যালি বের করে। কলেজ মাঠ থেকে র‌্যালি শুরু করে একদিলতলা হাট হয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়কে ওঠে। এ সময় বাধা দিলে পুলিশের সঙ্গে তাদের বাগ্বিতন্ডা হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। সংঘর্ষের সময় পুলিশ বিএনপি ও ছাত্রদলের চার নেতাকর্মীকে আটক করে। এরা হলো উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিলন (৪৪), উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল সরদার (৩৮) ছাত্রদল নেতা মাহমুদুল হাসান রুবেল (২৫) ও আফজাল হোসেন রতন (৩৫)।
×