ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মাংস মুরগি ও পেঁয়াজের দাম বেড়েছে

প্রকাশিত: ০৫:৩৪, ১ মে ২০১৮

মাংস মুরগি ও পেঁয়াজের  দাম  বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শব- ই-বরাতের আগে প্রতিকেজিতে ৫ টাকা বাড়লো পেঁয়াজের দাম। দাম বেড়ে প্রতিকেজি দেশী পেঁয়াজ ৪০-৪৫ এবং আমদানিকৃত ভারতীয় ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে। বেড়ে গেছে সব ধরনের মুরগি ও মাছের দাম। চাহিদা বেড়ে যাওয়ায় মহিষের মাংস গরু হিসেবে চালিয়ে দেয়া হচ্ছে রাজধানীর বিভিন্ন বাজারে। পাড়া মহল্লায় দেশী গরুর মাংস বেশি দামে বিক্রি হচ্ছে। সোমবার রাজধানীর কাওরান বাজার, কাপ্তান বাজার, নিউমার্কেট এবং ফকিরাপুল বাজার ঘুরে দেখা গেছে, পেঁয়াজ ও ব্রয়লার মুরগির দাম সবচেয়ে বেশি বেড়েছে। দাম বাড়ার তালিকায় আছে রসুন। তবে তুরস্ক ও কানাডার বড় দানার মসুরের ডালের দাম কিছুটা কমেছে। প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫৫-১৬৫ টাকায়। কেজিতে ১০ টাকা বেড়ে রসুন ৯০-১১০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মোটা দানার মসুরের ডাল কেজিতে ৫ টাকা কমে ৫৫-৬৫ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। এছাড়া ছোলা ৭০-৮৫ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে, শব-ই-বরাতে ছোলার ডাল, চিনি এবং তরল দুধের চাহিদা থাকলেও এসব নিত্যপণ্যের দাম বাড়েনি। তবে গরুর মাংসের দাম বাড়িয়ে দেয়া হয়েছে। সাধারণত বাজারগুলোতে গরুর মাংস ৪৬০-৪৮০ টাকায় বিক্রি হলেও সেই মাংস এখন ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। পুরান ঢাকার মহল্লাগুলোতে দেশী গরুর মাংসের দাম রাখা হচ্ছে ৫২০-৫৫০ টাকায়। এছাড়া খাসির মাংস জাত ও মানভেদে ৭০০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে। মাংসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মাছের দামও। বাজারে সব ধরনের মাছের দাম বেড়ে গেছে। তবে হঠাৎ করে একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বেড়ে যাওয়ায় অস্বস্তি রয়েছে ক্রেতাদের। তারা বলছেন, রমজান সামনে রেখে শব-ই-বরাতের আগে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়া হয়েছে। অথচ বাজারে পেঁয়াজের কোন সঙ্কট নেই।
×