ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামালপুরে দেড় শতাধিক গাছ কেটে লুট করেছে দুর্বৃত্তরা

প্রকাশিত: ২৩:৫৬, ২৯ এপ্রিল ২০১৮

 জামালপুরে দেড় শতাধিক গাছ কেটে লুট করেছে দুর্বৃত্তরা

নিজস্ব সংবাদদাতা, জামালপুর॥ জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পক্ষীমারী এলাকায় এক কিলোমিটার একটি রাস্তা সম্প্রসারণের নামে দুপাশের শতাধিক গাছ কেটে লুট করেছে ফেলেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা অভিযোগ করেছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের সহায়তায় কোনো অনুমতি ছাড়াই গাছগুলো কেটে সাবাড় করা হয়েছে। জানা গেছে, এলজিইডির বাস্তবায়নে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পক্ষীমারী গ্রাম থেকে আকবর মাস্টারের বাড়ি পর্যন্ত দেড় কিলোমিটার এবং পক্ষীমারী গ্রাম থেকে বেড়াপাথালিয়া পর্যন্ত দেড় কিলোমিটার দীর্ঘ দুটি রাস্তা পাকা ও সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। রাস্তা দুটির কাজ পেয়েছেন ঢাকার মেসার্স তাইজুল ইসলাম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সাব ঠিকাদার হিসেবে কাজটি করছেন জামালপুর শহর যুবলীগের সভাপতি শাহরিয়ার আলম উজ্জলসহ আরও কয়েকজন অংশীদার। ওই ইউনিয়নের পক্ষীমারী গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, রাস্তার কাজ শুরু হলে প্রথম দিকে গাছকাটা ও নিম্নমানের রাস্তা নির্মাণের প্রতিবাদ করা হয়েছিল। কিন্তু কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন তাদেরকে জামাত-শিবির বানিয়ে মামলা দিয়ে জেলে পাঠানোর হুমকি দেন। এরপর থেকে গ্রামের লোকজন আর প্রতিবাদ করেনি। স্থানীয় একটি চক্র ঠিকাদারি প্রতিষ্ঠানের সহায়তায় ওই দুটি রাস্তার দু’পাশের ২০ থেকে ২৫ বছরের পুরনো কড়ই, আম, কাঁঠালসহ বিভিন্ন ফলজ ও বনজ দেড় শতাধিক গাছ কেটে সাবাড় করে নিয়ে গেছে। প্রতিটি গাছের আনুমানিক মূল্য হবে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ছিল। ওই রাস্তার কাজের ঠিকাদারের প্রতিনিধি ও সাব ঠিকাদার জামালপুর শহর যুবলীগের সভাপতি শাহরিয়ার আলম জনকণ্ঠকে বলেন, রাস্তার দু’পাশের গাছ গ্রামবাসীরা কেটে নিয়েছেন। গাছ কাটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। রাস্তা দুটির বাস্তবায়নকারী এলজিইডির জামালপুর সদর উপজেলা প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম জনকণ্ঠকে বলেন, ওই রাস্তা দুটির সম্প্রসারণের জন্য গাছ কাটার প্রয়োজন ছিল না। রাস্তা থেকে অনেক দূরে ছিল গাছগুলো। সরেজমিনে খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।
×