ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমিরাতে দক্ষ শ্রমিক পাঠাতে বাংলাদেশ প্রস্তুত ॥ কর্মসংস্থানমন্ত্রী

প্রকাশিত: ০৬:৫৬, ২২ এপ্রিল ২০১৮

আমিরাতে দক্ষ শ্রমিক পাঠাতে বাংলাদেশ প্রস্তুত ॥ কর্মসংস্থানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন আরব আমিরাতে দক্ষ শ্রমিক পাঠাতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে, তবে তা নির্ভর করবে আমিরাতের চাহিদার ওপর। দীর্ঘদিন পর আরব আমিরাতের শ্রমবাজার খুলে যাওয়ায় বাংলাদেশীদের সেখানে কাজের সুযোগ সৃষ্টি হবে। শনিবার দুপুরে বিদেশগামী কর্মীদের স্মার্টকার্ড প্রদান ও বিদেশগামীদের ড্রাইভিং, ক্যাটারিং ও ভাষা প্রশিক্ষণ এবং অনলাইন ভর্তি, বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নগরীর আলমপুরে সিলেট কারিগারি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য মাহমুদউস সামাদ চৌধুরী কয়েস, জেলা প্রশাসক নুমেরী জামান প্রমুখ। রামগড়ে মৈত্রী সেতুর কাজ পরিদর্শনে নৌমন্ত্রী পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ রামগড়ে সীমান্ত নদী ফেনীর উপর নির্মাণাধীন মৈত্রী সেতুর কাজ শেষ হলে বাংলাদেশ-ভারত স্থল বন্দরের কাঠামোগত উন্নয়ন কাজ শুরু হবে। রামগড়ের স্থল বন্দর দুই দেশের অর্থনৈতিক অবস্থার চিত্র পাল্টে দিবে বলে মন্তব্য করেন নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান। শনিবার সকালে রামগড় স্থলবন্দরে নির্মাণাধীন ভারত বাংলাদেশ মৈত্রী সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। ফেনী নদীর উপর মৈত্রী সেতু ভারতের অর্থায়নে নির্মাণাধীন সেতুর কাজ শেষ হলে বাংলাদেশ অংশে সংযোগ সড়ক ও অন্যান্য কাজ শুরু হবে বলে জানান তিনি। এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহমদ খান ও স্থল বন্দরের চেয়ারম্যানসহ প্রশাসনিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। মনপুরায় পাখি শিকার ॥ আটক ৪ নিজস্ব সংবাদদাতা, ভোলা, ২১ এপ্রিল ॥ বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার পর্যটন এলকায় ঘুরতে এসে পাখি শিকার করায় সময় ৪ পর্যটককে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি এয়ারগান, ১টি ঘুঘু ও ৭টি সিগারেট ভর্তি ১৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আজিজ ভূঁঞা পাখি শিকারের দায়ে ৩ পর্যটকের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অপরদিকে গাঁজা বহনের দায়ে এক পর্যটককে ৬ মাসের বিনাশ্রম কারাদ- দেন।
×