ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গুয়ারনি আর্ট প্রদর্শনী

প্রকাশিত: ০৬:৩৪, ২২ এপ্রিল ২০১৮

গুয়ারনি আর্ট প্রদর্শনী

চীন ও উরুগুয়ের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৩০তম বার্ষিকী উপলক্ষে উরুগুয়ের গুয়ারনি আর্ট প্রদর্শনী ন্যাশনাল আর্ট মিউজিয়াম অব চায়নায় (এনএএমওসি) শুরু হয়েছে। প্রদর্শনীটি ২০ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত চলবে। উরুগুয়ে ইন গুয়ারনি প্রদর্শনীতে ১৭ শতাব্দীর ১৫৮টি হাতে তৈরি শিল্প প্রদর্শিত হচ্ছে। গুয়ারনিরা দক্ষিণ আমেরিকার প্রধান আদিবাসী। ১৫ শতাব্দীতে উরুগুয়েতে প্রথমে স্পেন ও পরে পর্তুগাল উপনিবেশ স্থাপন করে –সিনহুয়া দূষণ রুখতে স্ট্র নিষিদ্ধ ব্রিটেনের নদী ও মহাসাগর দূষণমুক্ত রাখতে প্লাস্টিক পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এরই অংশ হিসেবে কটন বাড ও স্ট্র নিষিদ্ধ করা হয়েছে। দেশটিতে প্রতিবছর আট শ’ ৫০ কোটি প্লাস্টিক পণ্য ছুড়ে ফেলা হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে জানিয়েছেন, পরিবেশ রক্ষার জন্যই প্লাস্টিক পণ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। ফেলে দেয়া এসব পণ্য পরিবেশের জন্য বিরাট হুমকি -গার্ডিয়ান
×