ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাহজালালে ডিএফটি প্রতিনিধিদের সামনেই অপ্রীতিকর ঘটনা

প্রকাশিত: ০৫:৫৯, ২২ এপ্রিল ২০১৮

শাহজালালে ডিএফটি প্রতিনিধিদের সামনেই অপ্রীতিকর ঘটনা

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল বিমানবন্দরের ৮ নং গেটে যুক্তরাজ্যের ডিএফটি-এর প্রতিনিধিদের সম্মুখেই দুটো এয়ারলাইন্সের কর্মীরা বিশ্রী কাণ্ড ঘটিয়েছে। নিরাপত্তা তল্লাশি ধীর গতির হওয়ায় তারা অশোভন আচরণ করেন। এতে বিস্মিত হয়ে পড়েন ডিএফটি প্রতিনিধিরা ও সিভিল এভিয়েশানের উর্ধতন কর্মকর্তারা। সিভিল এভিয়েশনের নিরাপত্তাকর্মীরা জানিয়েছে, বেলা একটার সময় ৮ নং গেট দিয়ে পালাবদলের শিফটে যোগ দিতে আসা বিমানের জুনিয়র অপারেটর মহিবুর রহমান চৌধুরী, এয়ারক্র্যাফট মেকানিক একেএম ফজলুল হক মোল্লাহ ও রিজেন্টের এয়ারক্র্যাফট টেকনিশিয়ান রাশিদুল হোসেন নিরাপত্তা তল্লাশি ধীর গতি হওয়ায় অধৈর্য হয়ে পড়েন। একপর্যায়ে তারা নিরাপত্তা ব্যবস্থার প্রতি বৃদ্বাঙ্গুলি প্রদর্শন ও গাালিগালাজ করতে থাকেন। এয়ারলাইন্সের স্টাফদের জন্য এ ধরনের নিরাপত্তা ব্যবস্থার কোন দরকার নেই বলেও তারা মন্তব্য করেন। এ সময় ডিএফটি সদস্যরা জানতে চান- বাংলা ভাষায় তারা কী ধরনের গালি দিয়েছেন। এতে ঘটনাস্থলে উপস্থিত সিভিল এভিয়েশনের সদস্য এয়ার কমোডর মোস্তাফিজুর রহমান ও বিমাবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কাজী ইকবাল করিমসহ অন্যান্য কর্মকর্তারা বিব্রতকর অবস্থায় পড়েন। উল্লেখ্য, এ ধরনের দুর্বল ও বিশৃঙ্খল নিরাপত্তা ব্যবস্থার কারণেই যুক্তরাজ্য বছর দুয়েক আগে ঢাকা থেকে সরাসরি কার্গো নেয়ার ওপর নিষেধজ্ঞা আরোপ করে। এতে দেশ বিদেশে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয় বিমান ও সিভিল এভিয়েশনকে। শেষ পর্যন্ত ডিএফটির কয়েকটি কঠিন শর্ত মেনে নিয়ে রেডলাইনের তত্ত্ব¡াবধানে নিরাপত্তা প্রশিক্ষণসহ অনেক খড়কুটো পুড়িয়ে গত মাসে তা নিষেধাজ্ঞার কবল থেকে মুক্তি পায় বাংলাদেশ। এরপর রেডলাইন চলে গেলেও এখনও ডিএফটির প্রতিনিধিরা সার্বিক নিরাপত্তা পরিস্থিতি প্রকাশ্যে ও অপ্রকাশ্যে নজরদারিতে রেখেছেন। এমন অবস্থায় ডিএফটির প্রতিনিধিদের উপস্থিতিতে এ ধরনের অনাকাক্সিক্ষত ও অপ্রীতিকর ঘটনা খুবই ক্ষতিকর বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা।
×