ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নতুন গবেষণা

প্রকাশিত: ০৭:১২, ২০ এপ্রিল ২০১৮

নতুন গবেষণা

চোখের চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে চিকিৎসকের সহায়তা ছাড়াই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের চোখের রোগ শনাক্ত করতে পারে ‘আইডিএক্স-ডিআর’। এ জন্য বাড়তি কোন ঝামেলাও পোহাতে হবে না, মেশিনটির নির্দিষ্ট স্থানে মুখ রেখে চোখের ছবি তুললেই হবে। বিশেষ ধরনের এ্যালগরিদমের সাহায্যে ছবিটি বিশ্লেষণ করে তাৎক্ষণিকভাবে রোগ শনাক্ত করে জানাবে মেশিনটি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে ব্যবহারের অনুমতিও পেয়েছে। আত্মরক্ষায় স্মার্ট ব্রেসলেট প্রথম দেখায় ফ্যাশনেবল ব্রেসলেট বলে ভুল হতেই পারে। তবে যৌন হয়রানির সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্দিষ্ট নম্বরে ফোন করতে পারে স্মার্ট ব্রেসলেটটি। এ জন্য কোন বাটনও চাপতে হবে না। ধস্তাধস্তির ঘটনা ঘটলেই সেন্সরের মাধ্যমে তা শনাক্ত করবে ব্রেসলেটটি। তৈরি করেছেন ইউনিভার্সিটি অব আলাবামার শিক্ষার্থী জয়ন প্যাটেল। দাম পড়বে ৪০ ডলার। দুর্গম অঞ্চলে রক্ত সরবরাহে ড্রোন দুর্গম অঞ্চলে রোগীর জন্য রক্ত নিয়ে ছুটে যায় সাত ফুটের ড্রোনটি। উড়োজাহাজের আদলে বিশেষ ধরনের ধাতব রানওয়ে ব্যবহার করে আকাশে উড়তে সক্ষম ড্রোনটি নির্দিষ্ট স্থানে পৌঁছে ছোট প্যারাশুটের সাহায্যে রক্ত বা ওষুধের প্যাকেট ফেলতে পারে। দূর থেকে নিয়ন্ত্রণে সক্ষম ড্রোনটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ‘জিপলাইন’। এরই মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশে কার্যক্রমও পরিচালনা করছে। সূত্র : ডেইলি মেইল
×