ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হবে’’

প্রকাশিত: ০৬:০২, ২০ এপ্রিল ২০১৮

‘মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হবে’’

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ১৯ এপ্রিল ॥ মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, ভারত সরকার যদি মুক্তিযুদ্ধের সময় আমাদের সহযোগিতা না করতেন তাহলে আমাদের স্বাধীনতা ৯ মাসে নয় ৯ বছরেও সম্ভব হতো না। তিনি আগামী এক মাসের মধ্যে সব মুক্তিযোদ্ধাদের সরকারীভাবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা চালু করা হবে বলে জানান। তিনি আরও বলেন, দেশের সব মুক্তিযোদ্ধাদের একই রকমভাবে বাসস্থান নির্মাণ করা হবে। বৃহস্পতিবার সুজানগর উপজেলায় নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ সব কথা বলেন। নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন শেষে স্থানীয় শহীদ দুলাল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে মাঠে মুক্তিযোদ্ধা ও সুধীজনদের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, জেলা প্রশাসক জসিম উদ্দিন প্রমুখ। কৃষকদের সার ও বীজ বিতরণ নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ১৯ এপ্রিল ॥ আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ১ হাজার ১শ ৮০ কৃষকের মাঝে জনপ্রতি ৪০ কেজি সার, ধান বীজ ৫ কেজি ও ৫শ টাকা বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যন শাহজাহান শিশির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আহসান হাবিব, মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান প্রমুখ। একই দিনে উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে ৪০ জন নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প আয়ের কর্মবর্ধক হিসেবে ২০টি সেলাই মেশিন ও ২০টি ছাগল বিতরণ করা হয়। জঙ্গী প্রতিরোধের অঙ্গীকার স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মাদক ও জঙ্গীবাদে শিক্ষার্থীদের না জড়ানোর আহ্বান জানিয়েছেন রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল্লাহ। এ সময় তিনি শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান। বিদ্যালয়ের কয়েক শ’ শিক্ষার্থী এ সময় দুই হাত তুলে মাদক ও জঙ্গীবাদ থেকে দূরে থাকার অঙ্গীকার করে। তারা মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধেরও অঙ্গীকার করে। বৃহস্পতিবার সকালে জেলার গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী হাট উচ্চ বিদ্যালয় মাঠে রাজশাহী জেলা পুলিশের আয়োজনে মাদক ও জঙ্গীবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের শপথ করান পুলিশ সুপার।
×