ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোডিং শেখানোর এ্যাপ

প্রকাশিত: ০৪:২৫, ২০ এপ্রিল ২০১৮

কোডিং শেখানোর এ্যাপ

এবার স্মার্টফোনে কোডিং শেখাতে নতুন এ্যাপ উন্মোচন করল গুগল। যারা কোডিং শুরু করতে চায় তাদের সহায়তা করতেই আনা হয়েছে এ্যাপটি। এটির নাম ‘গ্রাসহপার’। গুগলের পরীক্ষামূলক পণ্যের ওয়ার্কশপ ‘এরিয়া ১২০’-এ নতুন এই এ্যাপটি বানিয়েছে একদল কোডার। -আইএএনএস ভিনগ্রহীদের সাক্ষাত পেতে- নাসা খুব শীঘ্রই এমন কতগুলো গ্রহকে চিহ্নিত করতে চলেছে যেগুলোতে এলিয়েন বা ভিনগ্রহী থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে। নাসার প্ল্যানেট ফাইন্ডার ২,৪০০ এলিয়েন প্ল্যানেটের খোঁজ চালাচ্ছে। শুধু সৌরজগত নয়, তার বাইরেও চলছে এ তল্লাশি। নতুন আবিষ্কৃত গ্রহগুলোর প্রাণিজগত সম্পর্কে জানা সম্ভব নয়। কারণ সেগুলো সৌরজগত থেকে অনেক দূরে। -সিনেট
×