ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রান্তিক সংক্রান্ত সভার তারিখ ঘোষণা করেছে ৩৮ প্রতিষ্ঠান

প্রকাশিত: ০৪:১০, ২০ এপ্রিল ২০১৮

প্রান্তিক সংক্রান্ত সভার তারিখ ঘোষণা করেছে ৩৮ প্রতিষ্ঠান

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৮ প্রতিষ্ঠান প্রথম ও তৃতীয় প্রান্তিক সংক্রান্ত পরিচালনা ও ট্রাস্টি সভার তারিখ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে, ৩১ মার্চ ২০১৮ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের জন্য ২০ কোম্পানি বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে। কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারির ২৬ এপ্রিল বিকেল সাড়ে ৩টায়, ওয়াটা কেমিক্যালের ২৪ এপ্রিল বিকেল ৫টায়, গ্লোবাল হেভি কেমিক্যালের ২৯ এপ্রিল বিকেল ৩টায়, খুলনা পাওয়ারের ২৪ এপ্রিল বিকেল সাড়ে ৫টায়, জিপিএইচ ইস্পাতের ২৬ এপ্রিল বিকেল ৫টায়, মতিন স্পিনিংয়ের ২৫ এপ্রিল বিকেল ৩টায়, মেট্রো স্পিনিংয়ের ২৫ এপ্রিল বিকেল ৪টায়, জাহিনটেক্সের ২৬ এপ্রিল বিকেল ৪টায়, সাভার রিফ্রাক্টরিজের ২২ এপ্রিল বিকেল সাড়ে ৩টায়, ইভিন্স টেক্সটাইলের ২৬ এপ্রিল বিকেল সাড়ে ৪টায়, আরগন ডেনিমসের ২৬ এপ্রিল বিকেল ৩টায়, এএফসি এগ্রোর ২৬ এপ্রিল বিকেল ৪টায়, এ্যাকটিভ ফাইনের ২৬ এপ্রিল বিকেল ৩টায়, মেঘনা পেটের ২৫ এপ্রিল বিকেল ৩টায়, মেঘনা কনডেন্সড মিল্কের ২৫ এপ্রিল বিকেল ২টা ৩৫ মিনিটে, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২৫ এপ্রিল বিকেল ৩টায়, ম্যাকসন্সস স্পিনিংয়ের ২৫ এপ্রিল বিকেল ৩টায়, বিএসআরএম লিমিটেডের ২৫ এপ্রিল বিকেল ৫টায়, বিএসআরএম স্টিলের ২৫ এপ্রিল বিকেল ৪টায় এবং ইবনে সিনার তৃতীয় প্রান্তিক সংক্রান্ত বোর্ড সভা আগামী ২৫ এপ্রিল বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। প্রথম প্রান্তিক সংক্রান্ত সভার তারিখ নির্ধারণ করেছে ৫ কোম্পানি। কোম্পানিগুলোর মধ্যে জনতা ইন্স্যুরেন্সর ২৯ এপ্রিল বিকেল ২টায়, ফেডারেল ইন্স্যুরেন্সের ২৫ এপ্রিল বিকেল ২টা ৩৫ মিনিটে, নিটল ইন্স্যুরেন্সের ৮ মে বিকেল সাড়ে ৩টায়, আইডিএলসি ফাইন্যান্সের ২৫ এপ্রিল বিকেল ৪টায় এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বোর্ড সভা ২৬ এপ্রিল বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
×