ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ২৭ বছর পর এসিড নিক্ষেপ মামলার রায় আজ

প্রকাশিত: ০৬:৪২, ১৮ এপ্রিল ২০১৮

চট্টগ্রামে ২৭ বছর পর এসিড নিক্ষেপ মামলার রায় আজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সাতাশ বছর আগে দুই সহোদরের ওপর এসিড ছুড়ে মারার ঘটনায় দায়ের হওয়া চাঞ্চল্যকর মামলার রায় ঘোষিত হচ্ছে আজ বুধবার। ঘটনাটি ঘটেছিল চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। মুক্তিযোদ্ধা আবদুস সোবহানের দুই পুত্রের চোখে খেজুর কাঁটা দিয়ে খুঁচিয়ে এসিড ঢেলে দেয়া হয়েছিল। চট্টগ্রামের ৫ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ স্বজন কুমার সরকারের আদালত এ রায় প্রদান করবেন। মামলার বিবরণে জানা যায়, প্রতিবেশী হাশেমের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল রাঙ্গুনিয়ায় পশ্চিম নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা আবদুস সোবহানের পরিবারের। এর জের ধরে হত্যাকা-ের শিকার হয়েছিলেন সোবহানও। এক্ষেত্রে অভিযোগ, এলাকায় আইয়ুব বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়। কিন্তু বেপরোয়া প্রতিপক্ষ সোবহানের দুই পুত্র কবির আহমেদ এবং সবুর আহমেদকে পাকড়াও করে নিয়ে যায়। দুই ভাইকে হাত-পা বেঁধে খেজুর কাঁটা দিয়ে খুঁচিয়ে চোখ উপড়ে ফেলা হয়। তারপর ঢেলে দেয়া হয় এসিড। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকেন তারা। দুই ভাইয়ের মধ্যে কবির আহমদ এর মধ্যেই মারা গেছেন। বেঁচে থাকা অপর ভাই সবুর আহমেদও দৃষ্টিহীনতায় কঠিন জীবনযাপন করছেন। ভালুকায় বিদ্যুতস্পৃষ্টে চা বিক্রেতার মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ১৭ এপ্রিল ॥ ভালুকা বাসস্ট্যান্ড জামে মসজিদ সংলগ্ন স্থানে সোমবার রাতে বাবুল হোসেন (৩০) নামে এক চা বিক্রেতা বিদ্যুতস্পৃষ্টে মারা গেছে। জানা যায় ঘটনার সময় কালবৈশাখী ঝড় শুরু হলে দোকান বন্ধ করার সময় জেনারেটরের বিদ্যুতের তার ছিঁড়ে বাবলুর উপরে পড়লে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর বাবলু মারা যান।
×