ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোন বেতন নিচ্ছেন না টুইটার প্রধান

প্রকাশিত: ০৬:৩১, ১৩ এপ্রিল ২০১৮

কোন বেতন নিচ্ছেন না টুইটার প্রধান

২০১৭ সালে কোন বেতন নেননি টুইটার প্রধান ও সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। এ নিয়ে টানা তিন বছর বেতন ছাড়া ছিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয় এই তিন বছর মাইক্রো ব্লগিং সাইটটি চালাতে এক পেনিও নেননি ডরসি। মার্কিন সিকিউরিটি এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে দেয়া এক বিবৃতিতে টুইটারের পক্ষ থেকে বলা হয়, ‘টুইটারের দীর্ঘমেয়াদী মূল্য তৈরির সম্ভাবনা নিয়ে আমাদের প্রধান নির্বাহী তার অঙ্গীকারের প্রমাণ এবং বিশ্বাস দেখাতে ২০১৭ সালে কোন বেতন নেননি।’ বেতন না নিলেও ২০১৮ সালের শুরু থেকে এ পর্যন্ত ডরসি’র শেয়ার মূল্য বেড়েছে ২০ শতাংশ। বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলা হয়, এপ্রিলের ২ তারিখ পর্যন্ত টুইটারের ১.৮ কোটি শেয়ার ছিল ডরসি’র মালিকানায়। তার এই শেয়ারের বর্তমান বাজার মূল্য ৫২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। প্রতিষ্ঠানের মোট শেয়ারের ২.৩৯ শতাংশের মালিক ডরসি। -অর্থনৈতিক রিপোর্টার
×