ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বৈশাখে ফ্যাশন হাউসের বিক্রি দুই হাজার কোটি টাকা

প্রকাশিত: ০৬:২৭, ১৩ এপ্রিল ২০১৮

বৈশাখে ফ্যাশন হাউসের বিক্রি দুই হাজার কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বর্ষবরণ উৎসবে পছন্দের পোশাক কিনতে রাজধানীর ফ্যাশন হাউসগুলোতে এখন নানা বয়সী ক্রেতাদের ভিড়। এ খাতের উদ্যোক্তারা বলছেন, ঈদ কিংবা পূজা-পার্বণে বিদেশী পোশাকের আধিপত্য থাকলেও বৈশাখে ক্রেতাদের দৃষ্টি থাকে দেশী পোশাকের দিকে। এবার দুই হাজার কোটি টাকার পোশাক বিক্রির আশা করছে ফ্যাশন হাউস মালিকদের সংগঠন। দরজায় কড়া নাড়ছে বাঙালীর সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ। পুরনো বছর বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করে নেবে জাতি। তাই এ উৎসবকে ঘিরে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। নববর্ষে নিজেদের রাঙিয়ে নিতে চলছে পছন্দের ডিজাইন ও রঙের পোশাক বাছাই। বর্ষবরণকে কেন্দ্র করে ঘুড়ি, মাটির হাঁড়ি কিংবা ঢোল ও একতারার মতো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র দিয়ে সাজানো হয়েছে রাজধানীর ফ্যাশন হাউসগুলো। যেখানে পাওয়া যাচ্ছে লাল-সাদা, হলুদ, কিংবা সাদা জমিনের ওপর বর্ণিল নক্সার সালোয়ার-কামিজ, পাঞ্জাবি ও ফতুয়াসহ নানা পোশাক। আলাদা করে ক্রেতাদের নজর কাড়ছে তাঁতের শাড়ি। ক্রেতারা বলেন, বৈশাখ উপলক্ষে নানা ডিজাইনের পোশাক এসেছে। নববর্ষের জন্যই পোশাক কিনতে এসেছি। দাম মোটামুটি সাধ্যের মধ্যে। ফ্যাশন হাউসের মালিকরা বলছেন, এবার সালোয়ার-কামিজ, শাড়ি ও পাঞ্জাবি বেশি বিক্রি হচ্ছে। পোশাকের দামও রাখা হয়েছে ক্রেতাদের সাধ্যের মধ্যে। অঞ্জনসের প্রধান নির্বাহী শাহীন আহমেদ বলেন, সুতি পাঞ্জাবিগুলোর দাম এক থেকে দেড় হাজার টাকার মধ্যে। শাড়িও রয়েছে ১৫০০ থেকে চার হাজার টাকার মধ্যে। শিশুদের জন্য বৈশাখী পোশাক রয়েছে প্রায় সব দোকানেই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ। তাই এ উৎসবকে বর্ণিল করতে চলছে পোশাকসহ আনুষঙ্গিক বিভিন্ন উপকরণ কেনার ধুম। এর ফলে দেশের অর্থনীতিতে এখন চাঙ্গাভাব।
×