ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেরপুরে নদী রক্ষায় করণীয় নির্ধারণে গোলটেবিল আলোচনা

প্রকাশিত: ০৭:০৩, ১২ এপ্রিল ২০১৮

শেরপুরে নদী রক্ষায় করণীয় নির্ধারণে গোলটেবিল আলোচনা

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১১ এপ্রিল ॥ ‘নদী বাঁচলে বাঁচবে প্রাণ, আসুন নদী সুরক্ষায় সচেতন হই’-এ সেøাগানে শেরপুরে নদ-নদী রক্ষায় করণীয় নির্ধারণে গোলটেবিল আলোচনা হয়েছে। বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নাগরিক সংগঠন জনউদ্যোগ এবং পরিবেশ বাঁচাও আন্দোলন ‘পবা’ যৌথভাবে ওই গোলটেবিল আলোচনার আয়োজন করে। পবা’র জেলা সমন্বয়কারী সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে গোলটেবিল আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মাজহারুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রকীব ও এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী জাফর আহমেদ মজুমদার। এতে জেলার নদ-নদীগুলোর অতীত ও বর্তমান বিষয়ে ধারণাপত্র উপস্থাপন করেন জনউদ্যোগ শেরপুর কমিটির আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ। জনউদ্যোগের সদস্য সচিব হাকিম বাবুলের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নী, অধ্যাপক তপন সারওয়ার, সিনিয়র সাংবাদিক শরিফুর রহমান, সমাজসেবী এ্যাডভোকেট আশরাফুন্নাহার রুবী, শামীম হোসেন, নারী নেত্রী আঞ্জুমান যুথী, আইরিন পারভীন, নীরু শামছুন্নাহার নীরা প্রমুখ। বৈঠকে পঠিত ধারণাপত্রে উল্লেখ করা হয়, শেরপুরে একসময় ১৬ টি প্রধান নদী এবং ৯টি ক্ষুদ্র নদী থাকলেও বতর্মানে মাত্র ৮টি নদী কোনমতে কালের সাক্ষী হয়ে টিকে রয়েছে। বাকি নদীগুলো বিলুপ্ত হয়েছে। টিকে থাকা ব্রহ্মপুত্র, মহারশি, সোমেশ^রি, ভোগাই, চেল্লাখালি, মৃগী, দশানি ও মালিঝি নদীগুলো এখন নাব্যতা হারিয়ে ক্ষীণকায় বিশুষ্ক শীর্ণ জলধারায় পরিণত হয়েছে।
×