ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেনের পতন

প্রকাশিত: ০৬:১০, ১২ এপ্রিল ২০১৮

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেনের পতন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৫২৯ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৮১ কোটি ৭৭ লাখ টাকা কম। মঙ্গলবার ডিএসইতে ৭১০ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ১৯২টির। আর অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর শেয়ার বিক্রির চাপ বাড়ে। একপর্যায়ে সূচকটি আগের দিনের তুলনায় কমতে থাকে। দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৬ পয়েন্ট কমে ৫ হাজার ৮৩৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৫৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯০ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো, কেয়া কসমেটিক, নর্দার্ন জুট, মুন্নু সিরামিক, ইফাদ অটো, আলিফ ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, ড্রাগন সোয়েটার, পপুলার লাইফ ও আলিফ ম্যানফাকচারিং। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : পপুলার লাইফ, সোনালি আঁশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, রেনউইক যজ্ঞেশ্বর, মুন্নু স্টাফলার, ইস্টার্ন লুব্রিক্যান্ট, আইসিবিএএমসিএল ২য় মিউচুয়াল ফান্ড, নর্দার্ন জুট, উসমানিয়া গ্লাস ও ফারইস্ট ইসলামী লাইফ। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : আনালিমা ইয়ার্ন, ম্যাকসন্স স্পিনিং, রিজেন্ট টেক্সটাইল, মিরাকল ইন্ডাস্ট্রিজ, মালেক স্পিনিং, সায়হাম কটন, মাইডাস ফাইন্যান্স ও বিডি ফাইন্যান্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৬ কোটি ৮০ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির শেয়ার দর। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বেক্সিমকো, গ্রামীণফোন, কেয়া কসমেটিক, বিএসআরএম লিমিটেড, এএফসি এ্যাগ্রো, প্যারামাউন্ট টেক্সটাইল, আইএফআইসি, স্কয়ার ফার্মা ও বিবিএস কেবল।
×