ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বললেন বিশ্ব এ্যাথলেটিক্সের প্রধান সেবাস্তিয়ান

মোহাম্মদ আলী ও বোল্টের বিকল্প হয় না

প্রকাশিত: ০৪:৩০, ৯ এপ্রিল ২০১৮

মোহাম্মদ আলী ও বোল্টের বিকল্প হয় না

স্পোর্টস রিপোর্টার ॥ ট্র্যাক এ্যান্ড ফিল্ড জগতের বিশ্বমানের প্রতিযোগিতা প্রথমবারের মতো কিংবদন্তি তারকাকে ছাড়াই অনুষ্ঠিত হবে এবার। কমনওয়েলথ গেমসের ট্র্যাকে যারা দৌড়াবেন তাদের হয়তো উসাইন বোল্টের ছায়া তাড়া করে বেড়াবে। অবশ্য এবার দর্শক সারিতে বসে থাকবেন জ্যামাইকান ‘গতি বিদ্যুত’Ñ উপভোগ করবেন উত্তরসূরিদের প্রতিযোগিতা। অনেকেই মনে করছেন ট্র্যাক এ্যান্ড ফিল্ডের সব আকর্ষণ ম্লান হয়ে যাবে বোল্ট অবসরে চলে যাওয়াতে। কিন্তু বিশ্ব এ্যাথলেটিক্স নিয়ন্ত্রক সংস্থার প্রধান সেবাস্তিয়ান কো দাবি জানালেন বোল্টের ছায়া থেকে সরে আসার সময় হয়েছে, নতুন জগতে এখন প্রবেশ করেছে এ্যাথলেটিক্স। অনেক ভালমানের স্প্রিন্টার আছে বিশ্বে তাদের দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। কারণ সেবাস্তিয়ান মনে করেন কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর মতোই বোল্টেরও কোন বিকল্প নেই। তবে নতুন বিস্ময় হয়ে আসতে পারে আবার কেউ। বোল্ট যতদিন ট্র্যাক এ্যান্ড ফিল্ডে ছিলেন সবাই আচ্ছন্ন ছিলেন তার গতির ওপর। ট্র্যাক এ্যান্ড ফিল্ড জগতে একটা হতাশা, আক্ষেপের ছোঁয়া সবখানে। বিশ্বব্যাপী প্রচুর ভক্ত-সমর্থক এবং দর্শক টানতে পেরেছে স্প্রিন্ট প্রতিযোগিতা শুধু সর্বকালের সবচেয়ে গতিধর এ তারকার কারণে। কিন্তু সেই রং কী হারিয়ে ফেলেছে এ্যাথলেটিক্স ট্র্যাক? সেবাস্তিয়ান এ বিষয়ে বলেন, ‘বোল্টের ওপর আচ্ছন্ন থাকার বিষয়টি আমাদের ভুলে যেতে হবে। চারপাশে প্রচুর ভালমানের এ্যাথলেট আছে। আমরা কী উসাইন বোল্টের বিকল্প খুঁজছি? সম্ভবত নয়, কারণ আপনারা কেউ মোহাম্মদ আলীর বিকল্প পাবেন না। কিন্তু মারভিন হ্যাগলার, ম্যানি প্যাকুইয়ো এবং শ্যাভেজদের (জুলিও সিজার) মতো অনেক বড় মাপের বক্সার আমরা পেয়েছি।’ বোল্ট ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে বিশ্বরেকর্ডধারী। তিনি ক্যারিয়ারে ৮টি অলিম্পিক পদক জিতেছেন এবং ২০১৪ সালের কমনওয়েলথ গেমস রিলেতেও স্বর্ণ জয় করেছিলেন। অবসরে না গেলে এবার গোল্ড কোস্টের চলমান আসরে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকতেন এবং প্রচুর দর্শকও টানতে সক্ষম হতেন। অবশ্য জ্যামাইকান এ তারকার স্প্রিন্ট অনুশীলন সহযোগী ইয়োহান ব্লেক এবার অংশ নেবেন। ব্লেক জানিয়েছেন দর্শক হিসেবে উপস্থিত থাকবেন বোল্ট। এছাড়া মহিলাদের স্প্রিন্টে ইতোমধ্যেই সবার নজর কাড়া জ্যামাইকার এলেইন টমসনও থাকছেন। আরও আছেন বাহামা থেকে আসা শওনে মিলার। সেবাস্তিয়ান আরও বলেন, ‘আমাদের এই ক্রীড়াটিকে এতদিন একাই এগিয়ে নিয়েছেন উসাইন। সেটাই হয়তো এখন সবচেয়ে বড় মাপের সমস্যা হয়ে যাবে। তিনি অবশ্যই সংশ্লিষ্ট থাকবেন সবকিছুতে। কিন্তু উসাইন নেই বলে আমাদের পরবর্তী প্রজন্মের মেধাগুলোকে হারিয়ে ফেলব এই ব্যাখ্যার ওপর কেউ প্রতিষ্ঠিত হবেন না। আমাদের অনেক মেধাবী আছে। ’ এবারের প্রতিযোগিতায় ১০০ মিটার মহিলা হার্ডলসে আবার থাকছেন না বিশ্বচ্যাম্পিয়ন স্যালি পিয়ারসন। পায়ের পাতার ইনজুরির কারণে তিনি নিজেকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন। তবে ইতোমধ্যেই এ্যাথলেটিক্সের প্রতিযোগিতা শুরু হয়েছে গোল্ড কোস্টে। পুরুষ ও মহিলাদের হাঁটা প্রতিযোগিতায় স্বর্ণ জিতেছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার ডেন বার্ড-স্মিথ ও জেমিমা মনট্যাগ। ব্রিটিশ তারকা নিক মিলার গেমসের রেকর্ড ৮০.২৬ মিটার ছুঁড়ে জিতেছেন হাতুড়ি নিক্ষেপের স্বর্ণ। পুরুষদের ৫০০০ মিটারে ১৩ মিনিট ৫০.৮৩ সেকেন্ড টাইমিংয়ে উগান্ডার জশুয়া চেপটেগি স্বর্ণ জিতেছেন।
×