ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে খুঁটিবিহীন শতাধিক সংযোগ, ঘটছে দুর্ঘটনা

প্রকাশিত: ০৩:৫৭, ৭ এপ্রিল ২০১৮

চাঁদপুরে খুঁটিবিহীন  শতাধিক সংযোগ,  ঘটছে দুর্ঘটনা

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ৬ এপ্রিল ॥ চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর বালিয়া গ্রামে খুঁটিবিহীন শতাধিক বিদ্যুত সংযোগ থাকায় বিদ্যুতের পড়ে থাকা তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে গত এক বছরে প্রাণ গেল বৃদ্ধা নারী ও কৃষকের। নিহতরা হলেন- ওই গ্রামের ফল ব্যবসায়ী সানু মিয়ার মা জুবেদা বেগম (৭৫) ও রিফিওজি কলোনী বাড়ীর মনু শিকদারের ছেলে জাহাঙ্গীর শিকদার (৩৫)। ২০১৭ সালে জুবেদা বেগম এবং গত বৃহস্পতিবার সন্ধ্যায় জাহাঙ্গীর শিকদার নিহত হন। শুক্রবার দুপুরে সরেজমিন উত্তর বালিয়া গ্রামে গিয়ে দেখা যায়, উত্তর বালিয়া মিয়াজী বাড়ী থেকে শুরু করে পাশর্^বর্তী লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পর্যন্ত প্রায় আধাকিলোমিটার এলাকাজুড়ে বিদ্যুতের খুঁটি ছাড়া বাঁশ ও সুপারি গাছের খুঁটি দিয়ে শতাধিক পরিবারে বিদ্যুত সংযোগ দিয়েছে বিদ্যুত বিক্রয় ও বিতরণ বিভাগ চাঁদপুর। এসব বিদ্যুত সংযোগ মাত্র দুটি তারের মাধ্যমে বাড়ির মধ্যের বাগান, পুকুর ও গাছের সঙ্গে বেঁধে বাড়িতে বাড়িতে সংযোগ দেয়া হয়েছে। কোথায় বসত ঘরের উপরে, কোথাও চলাচলের রাস্তায় সংযোগগুলো টেনে নেয়া হয়েছে। এসব তারের মধ্যে রয়েছে অসংখ্য জোড়াতালি। সামান্য ঝড়ো হাওয়ায় কাত হয়ে পড়ে বাঁশের খুঁটি। এসব কারণে ঝুঁকির মধ্যে রয়েছে ওই গ্রামের করিম খান বাড়ী, বেপারী বাড়ী, রাঢ়ী বাড়ী, মিয়াজী বাড়ী, পাঠান বাড়ী, গাজী বাড়ী, সানু গাজীর বাড়ী, রেনু মাস্টার বাড়ী, আবুল শেখের বাড়ী, সোনা মিয়া চৌকিদার বাড়ী, খান বাড়ীসহ আরও বেশ কয়েক বাড়ীর শত শত পরিবার। গ্রামের বাসিন্দা ও বিদ্যুত গ্রাহক আব্দুল্লাহ খান জানান, গত ৫ বছর পূর্বে বিদ্যুত সংযোগ ও বিদ্যুতের খুঁটি এনে দেয়ার নাম করে স্থানীয় দালাল চক্রের মধ্যে দুলাল শেখ, মমিন গাজী, দুলাল পাটওয়ারীসহ কয়েকজনের কাছ থেকে কমপক্ষে ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। তারা এক খুঁটিতে ৩০ থেকে ৪০ হাজার টাকা করে নিয়েছেন। গত ৫ বছরে বিদ্যুতের খুঁটি দেয়ার কথা থাকলেও তারা এখন লাপাত্তা। ২নং ওয়ার্ড-এর সাবেক ইউপি সদস্য (সংরক্ষিত) লতিফা বেগম নিলু জানান, আমার বাড়ির ছেলে নিহত জাহাঙ্গীর। আমরা খুবই নিরীহ। কিন্তু যারা দীর্ঘ লাইনে খুঁটি ছাড়া বিদ্যুতের সংযোগ নিয়েছেন তারা খুবই প্রভাবশালী। তারা এখন বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন। আমরা এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
×