ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রামপালে বসতবাড়ি ভাংচুর

দিনমজুর পরিবারের ৬ দিন মানবেতর জীবনযাপন

প্রকাশিত: ০৩:৫৫, ৭ এপ্রিল ২০১৮

দিনমজুর পরিবারের ৬ দিন মানবেতর  জীবনযাপন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ রামপালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বসতবাড়ি থেকে উচ্ছেদ করতে দিনমজুর পরিবারের বসতবাড়ি ভাংচুর, লুটপাট ও সব গাছপালা কেটে দিয়েছে প্রতিপক্ষরা। রামপাল উপজেলার মানিকনগর গ্রামের সেলিম শেখের বাড়িতে এ ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও পরিবারটি তাঁবু টানিয়ে মানবেতরভাবে বসাবস করছে। এই ঘটনা স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানালেও তারা কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারের। ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, ক্রয়সূত্রে মালিকাধীন ২১ শতক জমিতে সেলিম শেখ ৭ বছর ধরে স্ত্রী ও ৪ ছেলেকে নিয়ে বসবাস করছেন। স্থানীয় মিজানুর রহমান ও শাহাদত ওই জমির মালিকানা দাবি করে কয়েকবার উচ্ছেদের চেষ্টা করে। এ নিয়ে একাধিকবার সালিশ-বৈঠক হলে দিনমজুর সেলিমের পক্ষে রায় আসে। এরপরও ক্ষ্যান্ত হয়নি প্রতিপক্ষরা। শুক্রবার রাত ১টার দিকে ৪০-৫০ ভাড়াটিয়া লোক এনে বসতঘর, রান্নাঘর, গোয়ালঘর ও বাথরুমসহ সকল স্থাপনা গুড়িয়ে দেয় এবং গাছপালা কেটে ফেলে। ওই পরিবারের পক্ষ থেকে থানা পুলিশসহ বিভিন্ন প্রভাবশালীদের দ্বারে দ্বারে ঘুরে কোন প্রতিকার পায়নি পরিবারটি। বর্তমানে সেলিম শেখ তার স্ত্রী ও ছোট-ছোট ৪ শিশু সন্তান নিয়ে ওই বসত ভিটায় তাঁবু টানিয়ে মানবেতর জীবনযাপন করছেন। প্রতিপক্ষের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পাচ্ছে না বলে জানায় এলাকাবাসী। উজলকুড় ইউপি চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান দিনজমুরের বসতঘর ভাংচুর করে গুড়িয়ে দেয়ার বিষয়টি অমানবিক ও দুঃখ প্রকাশ করে বলেন, ওই জমি নিয়ে আদালতে মামলা রয়েছে। তারপরও চেষ্টা করছি স্থায়ীভাবে সমাধান করে দেয়ার।
×