ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পিয়ংইয়ংয়ে কিমের সঙ্গে আইওসি প্রধানের সাক্ষাত

প্রকাশিত: ০৫:৩১, ১ এপ্রিল ২০১৮

পিয়ংইয়ংয়ে কিমের সঙ্গে আইওসি প্রধানের সাক্ষাত

পিয়ংইয়ংয়ে আইওসি প্রধান টমাস বেচ উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে সাক্ষাত করেছেন। এ সময় উন কোরীয় উপদ্বীপের উত্তেজনার ‘নাটকীয় প্রশমনের’ বিষয়ে সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানান। শনিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপির। দক্ষিণ কোরিয়ায় গত মাসের অলিম্পিক গেমসকে কেন্দ্র করে দুই কোরিয়ার মধ্যে দ্রুত সম্পর্কের উন্নতি ঘটায় কিম এপ্রিল মাসের শেষের দিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। এছাড়া পিয়ংইয়ং ও সিউলের দীর্ঘদিনের বৈরি সম্পর্কের বরফ গলা শুরু হওয়ায় আগামী মে মাসের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সম্মেলনের পরিকল্পনা করা হচ্ছে। বেচ বৃহস্পতিবার উত্তর কোরিয়ায় পৌঁছান। গত জানুয়ারিতে পিয়ংইয়ংয়ের জানানো আমন্ত্রণের প্রেক্ষিতে তিনি এ সফরে যান। শনিবার তার সফর শেষ হয়। উত্তর কোরিয়ার সরকারী বার্তা সংস্থা কেসিএনএ পরিবেশিত খবরে বলা হয়, কিম বেচকে বলেন যে এ অলিম্পিক ‘উত্তর ও দক্ষিণের মধ্যে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।’ সাক্ষাতকালে তারা উত্তর কোরিয়ার ক্রীড়া উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
×