ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে ট্রাকচাপায় শিশু নিহত

প্রকাশিত: ০৬:৩২, ২৯ মার্চ ২০১৮

বাঁশখালীতে ট্রাকচাপায় শিশু নিহত

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী, ২৮ মার্চ ॥ বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল নাছিয়া পুকুর পাড় এলাকার পশ্চিম পার্শ্বে কামালের দোকানের সামনে ট্রাকচাপায় শিশু নিহতের ঘটনা ঘটেছে। বুধবার সকালে বেপরোয়া ট্রাকের ধাক্কায় চাপা পড়ে ১ম শ্রেণীতে পড়ুয়া শিশু ইসফা রশিদ নিশাত (৬) ঘটনাস্থলে প্রাণ হারায়। সে ওই এলাকার প্রবাসী রশিদ আহমদের কন্যা। জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার সকালের নাস্তা আনতে যায় বাড়ির পার্শ্ববর্তী দোকানে। সড়কে উঠার সঙ্গে সঙ্গে বেপরোয়া গতির ট্রাক চাপায় পিস্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ গেল শিশুটির। মুন্সীগঞ্জে বৃদ্ধ স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছে। ঢাকাগামী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা খায়। এতে আবুল কালাম ডাকুয়া (৬০) নামে পিকআপে থাকা এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বালুকান্দি এলাকার কুতুবদিয়া হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। আবুল কালাম শরীয়তপুর জেলার বেতেরগঞ্জ এলাকার কুদ্দুস ডাকুয়ার ছেলে। মাধবপুরে বৃদ্ধা সংবাদদাতা মাধবপুর, হবিগঞ্জ থেকে জানান, মাধবপুর উপজেলার মীরনগরের কাছে কাভার্ডভ্যান অটোরিক্সা সংঘর্ষে বকুল রানী দাস (৬৫) নামে এক বৃদ্ধা নিহত ও চালকসহ তিনজন আহত হয়েছেন। নিহত বকুল রানী দাস ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার বড়ুয়া গ্রামের ফালু দাসের স্ত্রী। গাইবান্ধায় ছাত্র নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, পলাশবাড়ী উপজেলা সদরের রাব্বি মোড় এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে বুধবার বিকেলে চলন্ত যাত্রীবাহী ট্রাকের নিচে চাপা পড়ে সাইদুল ইসলাম (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে পলাশবাড়ী উপজেলা সদরের আদর্শ হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র এবং পার্শ্ববর্তী বাঁশকাটা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
×