ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৩ মাসে রডের দাম বেড়েছে ২৪ হাজার টাকা

প্রকাশিত: ০৬:২২, ২৯ মার্চ ২০১৮

৩ মাসে রডের দাম বেড়েছে ২৪ হাজার টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত দুই-তিন মাসে বেড়েছে নির্মাণ সামগ্রী রড ও সিমেন্টের দাম। এ্যাসোসিয়েশন অব কন্সট্রাকশন ইন্ডাস্ট্রির তথ্যমতে, তিন মাসের ব্যবধানে প্রতিটন রডের দাম বেড়েছে ২৪ হাজার টাকা আর সিমেন্টের দাম মাসের ব্যবধানে প্রতিবস্তায় বেড়েছে প্রায় ৬০ টাকা; যা ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের। সংশ্লিষ্টদের আশঙ্কা, এটি নির্মাণ শিল্প ও ব্যাংক খাতের জন্য যেমন হুমকিস্বরূপ তেমনি নেতিবাচক প্রভাব ফেলবে সরকারী প্রকল্পের কাজেও। নগরায়নের সুবাদে প্রতিনিয়তই বাড়ছে বিভিন্ন ধরনের ভবন নির্মাণ কার্যক্রম। পাশাপাশি প্রতি অর্থবছরেই বাড়ছে মেগা প্রকল্পসহ অন্যান্য ধরনের প্রকল্পের কাজও। তাই স্বাভাবিকভাবেই বাড়ছে নির্মাণসামগ্রী রড-সিমেন্টের ব্যবহার। তবে সম্প্রতি লাগামহীন বাড়ছে রড এবং সিমেন্টের দাম। ব্যসায়ীরা বলছেন, তিন মাসে পণ্য দুটির দাম যে পরিমাণ বেড়েছে গত দশ বছরেও তা বাড়েনি। মূল কারণ হিসেবে পরিবহন খরচ, কাঁচামাল ও ডলারের দাম বৃদ্ধি, পণ্য খালাসে বিলম্ব এবং ব্যাংক সুদের হারকে দায়ী করছেন প্রস্তুতকারকরা। বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব কন্সট্রাকশন ইন্ডাস্ট্রিজের তথ্যমতে, তিন মাসে রডের দাম প্রতিটনে প্রায় ২৪ হাজার টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৯ হাজার টাকায়। খুচরা পর্যায়ে যেটি ছাড়িয়ে গেছে ৭০ হাজার টাকা। এদিকে বিভিন্ন কোম্পানির সিমেন্টের দামও প্রতিবস্তায় প্রায় ৬০ টাকা বেড়েছে। মাসখানেক আগেও প্রতিবস্তা সিমেন্ট ৩৬০ টাকায় বিক্রি হয়েছে এখন সেটির দাম ৪২০ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা বলছেন, এটি একদিকে যেমন ব্যবসা ও ব্যাংক খাতের জন্য হুমকি অন্যদিকে নেতিবাচক প্রভাব ফেলবে সরকারের প্রকল্প বাস্তবায়নেও।
×