ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানবাধিকার নিয়ে ইইউর প্রস্তাব প্রত্যাখ্যান মিয়ানমারের

প্রকাশিত: ০৬:৩২, ২৮ মার্চ ২০১৮

মানবাধিকার নিয়ে ইইউর প্রস্তাব প্রত্যাখ্যান মিয়ানমারের

মানবাধিকার পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের তৈরি করা প্রস্তাবের খসড়া মিয়ানমার রবিবার প্রত্যাখ্যান করেছে। মিয়ানমার বলেছে, প্রস্তাবের কয়েকটি অনুচ্ছেদ অনধিকার প্রবেশমূলক এবং তা সরাসরি মিয়ানমারের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে। রবিবার মিয়ানমার নিউজ এজেন্সির প্রতিবেদনকে উদ্ধৃত করে চীনা বার্তা সংস্থা সিনহুয়া খবরটি দিয়েছে। সিনহুয়া। গত বছর ২৫ আগস্ট রাখাইন রাজ্যের কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার পর অজুহাতে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর ভয়াবহ দমন নিপীড়ন শুরু করেছিল মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা-ধর্ষণসহ বিভিন্ন ধারার সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসেছে রোহিঙ্গা জাতিগোষ্ঠীর প্রায় ৭ লাখ মানুষ। মিয়ানমারের সরকারী বাহিনীর রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনাকে জাতিসংঘ মানবাধিকার কমিশন ইতোমধ্যে ‘জাতিগত নির্মূলের পাঠ্যপুস্তুকের দৃষ্টান্ত’ বলে আখ্যা দিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস এরই মধ্যে প্রশ্ন তুলেছেন, দুই-তৃতীয়াংশ মানুষ দেশ ছাড়তে বাধ্য হলে তাকে ‘জাতিগত নিধনযজ্ঞ’ ছাড়া আর কী নামে ডাকা হবে। মিয়ানমারের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও সংঘবদ্ধ ধর্ষণকে রোহিঙ্গা বিতাড়ণের অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগও এনেছে জাতিসংঘ। মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সম্প্রতি একটি সমাধান প্রস্তাবের খসড়া তৈরি করেছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিলের (ইউএনএইচআরসি)-এর ৩৭তম নিয়মিত অধিবেশনে এ সমাধান প্রস্তাব কার্যকরের বিষয়ে বিবেচনা করা হয়। কিন্তু প্রস্তাবটি কার্যকরে ব্যবস্থা গ্রহণের আগেই তা প্রত্যাখ্যান করে জাতিসংঘে নিয়োজিত মিয়ানমারের স্থায়ী প্রতিনিধি উ থিন লিন একটি বিবৃতি দেন। তার দাবি, এ প্রস্তাবের কয়েকটি অনুচ্ছেদ সরাসরি মিয়ানমারের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করছে। বিবৃতিতে সতর্ক করে বলা হয়, মিয়ানমার রাষ্ট্রের সার্বভৌমত্বে অনধিকার প্রবেশের কোনও প্রচেষ্টা সরকার গ্রাহ্য করবে না। জাতীয় সমন্বয় সাধন, শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন ও মানবাধিকার বিষয়ক চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সহায়তা করতে আন্তর্জাতিক সম্প্রদায় যদি গঠনমূলক প্রক্রিয়া নিয়ে এগিয়ে আসে তবে মিয়ানমার তাদের সঙ্গে কাজ করতে তৈরি আছে বলে বিবৃতিতে বলা হয়েছে।
×