ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৫ কোম্পানির এজিএম ২৯ মার্চ

প্রকাশিত: ০৪:২২, ২৭ মার্চ ২০১৮

৫ কোম্পানির এজিএম  ২৯ মার্চ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মার্চ, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, লংকাবাংলা ফিন্যান্স, আইডিএলসি ফিন্যান্স ও ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। প্রাইম ইন্স্যুরেন্স ॥ এই কোম্পানির এজিএম আগামী ২৯ মার্চ সকাল ১১টায় পিএসসি কনভেনশন হল, মিরপুর-১৪ তে অনুষ্ঠিত হবে। ৩১ ডিসেম্বর, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স ॥ এই কোম্পানির এজিএম বেলা ১১টায় স্পেক্ট্রা কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। আলোচ্য বছরে কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। লংকাবাংলা ফিন্যান্স ॥ লংকাবাংলার এজিএম সকাল ১০টায় মাইডাস সেন্টার, ধানম-িতে অনুষ্ঠিত হবে। আলোচ্য বছরে কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে সাড়ে ৭ শতাংশ নগদ ও সাড়ে ৭ শতাংশ বোনাস। আইডিএলসি ফিন্যান্স ॥ আইডিএলসির এজিএম সকাল ১০টায় হোটেল র‌্যাডিসন ব্লু ঢাকাতে অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। ডাচ-বাংলা ব্যাংক ॥ এই ব্যাংকের এজিএম সকাল ১০টায় হোটেল সোনারগাঁও অনুষ্ঠিত হবে। আলোচ্য বছরে কোম্পানিটি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। এছাড়া রিলায়েন্স ইন্স্যুরেন্সের এজিএম ৩১ মার্চ ও ইনটেক লিমিটেডের ইজিএম আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হবে। রিজার্ভ থেকে লভ্যাংশ দেবে সিঙ্গার বিডি অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বাংলাদেশের পরিচালনা পর্ষদ ২০১৭ সালের ব্যবসায় মুনাফার ১০২ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে মুনাফার অতিরিক্ত ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যা কোম্পানির রিজার্ভ থেকে দেয়া হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সিঙ্গার বাংলাদেশের ২০১৭ সালে সাবসিডিয়ারিসহ কোম্পানিসহ শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৯.৭৯ টাকা। আর এই মুনাফার বিপরীতে কোম্পানিটির পর্ষদ ১০০ শতাংশ হারে প্রতিটি শেয়ারে ১০ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। যা মুনাফার ১০২ শতাংশ। ফলে মুনাফার অতিরিক্ত ২ শতাংশ কোম্পানির রিজার্ভ থেকে দেয়া হবে। কোম্পানিটির ২০১৭ সালে শেয়ার প্রতি ৯.৭৯ টাকা হিসেবে মোট ৭৫ কোটি ৮৪ লাখ টাকা মুনাফা হয়েছে। কিন্তু শেয়ার প্রতি ১০ টাকা হিসাবে শেয়ারহোল্ডারদের ৭৬ কোটি ৬৯ লাখ টাকার নগদ লভ্যাংশ দেয়া হবে। এক্ষেত্রে মুনাফার অতিরিক্ত ৮৫ লাখ টাকা রিজার্ভ থেকে দেয়া হবে। ৭৬ কোটি ৬৯ লাখ টাকা পরিশোধিত মূলধনের সিঙ্গার বাংলাদেশে ১০১ কোটি ২৫ লাখ টাকার রিজার্ভ রয়েছে। তবে ২০১৭ সালে মুনাফার ১০২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করায় অতিরিক্ত ২ শতাংশ বা ৮৫ লাখ টাকার রিজার্ভ কমে আসবে।
×