ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় কি-বোর্ডের আধুনিকায়ন করা হচ্ছে

প্রকাশিত: ০৬:৪৯, ২৬ মার্চ ২০১৮

জাতীয় কি-বোর্ডের আধুনিকায়ন করা হচ্ছে

বিজয় কি-বোর্ডের আদলে ২০০৪ সালে প্রণীত জাতীয় কি-বোর্ডের আধুনিকায়ন করা হচ্ছে। একই সঙ্গে কম্পিউটারের বাংলা বর্ণমালা ও চিহ্নসমূহের এএসসিআইআই মান পরিবর্তন করে বিজয়ের মানে তৈরি করা হয়েছে। জাতীয় কি-বোর্ডকে আধুনিকায়ন করার এই উদ্যোগ নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। বিসিসি সূত্রে জানা গেছে, প্রচলিত জাতীয় কি-বোর্ডকে আধুনিক করার জন্য দীর্ঘদিন ধরেই কাজ করছে ‘তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার প্রমিতকরণ-সংক্রান্ত কমিটি’। এবছরের ২৮ জানুয়ারি ওই কমিটির এক সভায় বিজয়ের আদলে তিনটি মানের খসড়া চূড়ান্ত করা হয়। এর মধ্যে ছিল- বাংলা বর্ণমালা ও চিহ্নের কোডসেট বিডিএস ১৫২০:২০১১ হালনাগাদ, বাংলা কম্পিউটার কি-বোর্ড এর মান বিডিএস ১৭৩৮:২০০৪ এর আধুনিকায়ন এবং বাংলা বর্ণমালা ও চিহ্নসমূহের বিএসসিআইআই উন্নয়ন। -অর্থনৈতিক রিপোর্টার
×