ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শীতলক্ষ্যায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবি

প্রকাশিত: ০৬:৪১, ২৫ মার্চ ২০১৮

 শীতলক্ষ্যায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবি

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ॥ রূপগঞ্জে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী ইঞ্জিনবিহীন নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৫ যুবকের এখনো খোঁজ মেলেনি। প্রাণে বেঁচে এসেছেন মাঝিসহ ১০ জন যাত্রী। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীতে ঘটে এ দুর্ঘটনা। পরবর্তীতে রাত ৩টা পর্যন্ত ডেমরা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের সন্ধানে নদীর তলদেশে উদ্ধার তৎপরতা চালালেও রাতের গভীরতা ও গ্যাস সঙ্কট দেখিয়ে বন্ধ রাখা হয় উদ্ধার কাজ। পরের দিন শনিবার সকাল ৯টায় উদ্ধার কাজ শুরু হলেও সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নিখোঁজদের সন্ধান মেলেনি। নিখোঁজদের স্বজনদের আহাজারিতে শীতলক্ষ্যা নদের আকাশ-বাতাস ভারী হয়ে পড়েছে। নিখোঁজরা হলেন- রাজধানীর কদমতলী থানার দক্ষিণ দনিয়ার আজিজুল মিয়ার ছেলে কারখানা শ্রমিক লতিফ (১৮), পূর্ব ধোলাইরপাড় এলাকার রবিউল মিয়ার ছেলে টেইলার্স শ্রমিক শরীফ (২৮), একই এলাকার নাসিরউদ্দিনের ছেলে জুতা ব্যবসায়ী তুষার (২৬), জয়নাল মিয়ার ছেলে নাট বল্টু ব্যবসায়ী বাবু (২০) ও রূপগঞ্জের তারাব পৌরসভার বরপা এলাকার সিরাজুল ইসলামের ছেলে জসিম (২৮)। এছাড়া প্রাণে বেঁচে যাওয়ারা হলেন- যাত্রাবাড়ি এলাকার শেখ মিরাজ রহমান, গোলাম মোক্তাদীর, জাহিদুল আলম, সিদ্দিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকার কনক মজুমদার, মুন্সিগঞ্জের লৌহজং থানার বাবু, দনিয়ার ইব্রাহিম, বিল্লাল হোসেন, মোহাম্মদ আলী, জসিম মিয়া, নৌকা মাঝি কালিমুল্লা (৫৫)। ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাহরিয়ার রহমান জানান, দুর্ঘটনাস্থল সঠিকভাবে দেখাতে পারছেন না কেউ। এতে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। ডুবুরিদল কাজ চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনা কবলিত নৌকার মাঝি কালিমুল্লাহ জানান, বাল্কহেডের কোন বাতি ছিল না। হঠাৎ করে অন্ধকারের মধ্যে তাদের যাত্রীবাহী নৌকায় ধাক্কা মারলে নৌকাটি ডুবে যায়। পরে দ্রুত বেগে বাল্কহেডসহ চালক পালিয়ে যায়। এদিকে, শীতলক্ষ্যা তীরে নিখোঁজদের স্বজনরাসহ শত শত নারী-পুরুষ ভিড় জমাচ্ছেন নিখোঁজদের সন্ধানে। নদীর তীর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে। নিখোঁজদের স্বজন নয়ন, আদর, তুষারসহ অনেকেই জানান, নিখোঁজের পর থেকেই শীতলক্ষ্যা নদীর তীরে নিখোঁজদের সন্ধানে অপেক্ষায় রয়েছেন তারা। প্রশাসন আরও তৎপর হলে দ্রুত নিখোঁজদের সন্ধান পাবে বলে দাবি করেন তারা। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তারাব পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর হামিদুল্লাহ জানান, রাজধানীর ডেমরা থেকে ১৪ জনের একদল যুবক একটি নৌকা ভাড়া নিয়ে শীতলক্ষ্যা নদীতে ঘুরতে আসেন। রাত সাড়ে ৯টার দিকে রূপসী কাজীপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীর মাঝপথের দিকে গেলে একটি বালুবাহী বাল্কহেড পেছন থেকে এসে ওই নৌকাটিকে ধাক্কা মারে। এতে সঙ্গে সঙ্গে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকাতে থাকা মাঝিসহ ১৫ জনের মধ্যে ১০ জন সাঁতার কেটে তীরে আসতে পারলেও অপর পাঁচ জন নিখোঁজ রয়েছেন। তবে মাঝিসহ ১০ জনই শীতলক্ষ্যার পচা ও দুর্গন্ধযুক্ত পানিতে সাঁতার কাটতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে আলী হোসেন ও আরিফ হাসান গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের সহযোগিতায় তারা রূপসীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
×