ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাহজালালের টয়লেট থেকে ৯ কেজি সোনা উদ্ধার

প্রকাশিত: ০৫:৫৪, ২২ মার্চ ২০১৮

শাহজালালের টয়লেট থেকে ৯ কেজি সোনা উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এবার বিমানের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৯ কেজি ২৮০ গ্রাম সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজ। ৮০ পিস সোনার বারের বর্তমান বাজার মূল্য প্রায় ৪ কোটি ৬৪ লাখ টাকা। বুধবার দুবাই-সিলেট-ঢাকা বিজি২৪৮ বিমানের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ৯ কেজি ২৮০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। এর আগে অপর এক অভিযানে ভারতীয় দুই যাত্রীর কাছ থেকে দেড় কোটি টাকার ২ কেজি ৭৮৪ গ্রাম সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস। সকালে দুবাই-ঢাকা ইকে ৫৮৬ বিমানে আগত ভারতীয় যাত্রী গুরজান্ত সিং এবং অনীল কুমার নামের যাত্রীদের কাছ থেকে ওই সোনা উদ্ধার করা হয়। কাস্টমস হাউস জানায়, দুবাই-সিলেট-ঢাকায় আগত বিমান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ তোলা ওজনের মোট ৮০টি সোনার বার আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি২৪৮ বিমান তল্লাশিকালে পরিত্যক্ত অবস্থায় টয়লেট থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।
×