ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাজিরহাট হালদা ব্রিজে ঝুঁকি নিয়ে যান চলাচল

প্রকাশিত: ০৬:৫১, ২০ মার্চ ২০১৮

নাজিরহাট হালদা ব্রিজে ঝুঁকি নিয়ে যান চলাচল

চট্টগ্রাম অফিস/হাটহাজারী সংবাদদাতা ॥ হাটহাজারী উপজেলার সীমান্ত ফটিকছড়ির নাজিরহাট পুরাতন সেতুটি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। দুই উপজেলার নাজিরহাট কলেজ রোড এলাকা ও ফটিকছড়ি নাজিরহাট পৌর-বাজারের সঙ্গে এই সেতুটি ঝুঁকিপূর্ণ হলেও জনসাধারণ এই সেতু দিয়েই পারাপারের বাধ্য হচ্ছে। যান চলাচলের ঝুঁকিপূর্ণ এই সেতুটিকে দুলতে দেখা যায়। হালদা নদীর এপার-ওপারের লোকজ এবং বাজারের ক্রেতা সাধারণ গাড়ি নিয়ে আসা-যাওয়া করতে পারছেন না। জীবনঝুঁকি এড়াতে গাড়ি চলাচল বন্ধ করা হয়েছে। কিন্তু নতুন সেতু না করে কেন ব্রিটিশ আমলের সেতুটি সংস্কার করা হচ্ছে এই প্রশ্ন ব্যবসায়ীদের। জানা গেছে, ব্রিটিশ আমলে নাজিরহাট বাজারে মধ্যবর্তীস্থলে হালদা নদীর ওপর নাজিরহাট-হাটহাজারী সংযোগস্থলে সেতুটি নির্মিত হয়। সেতুটির দৈর্ঘ্য প্রায় ৩০০ ফুট আর প্রস্থে ১২ ফুট। স্বাধীনতা যুদ্ধে সেতুটি পূর্বের শেষাংশ ডিনামাইট দ্বারা উড়িয়ে দেয়া হয়। দেশ স্বাধীনের পর সংস্কার করে সেতু দিয়ে গাড়ি চলাচল শুরু হয়। পরবর্তী সময়ে এক যুগ আগে একবার সামান্য সংস্কার হলেও এর আর কোন সংস্কার হয়নি। মেয়াদোত্তীর্ণ পিলারের ওপর ভর করে সেতুটি এখনও দাঁড়িয়ে আছে। বালুখেকোদের কবলে পড়ে ব্রিজের পিলারের নিচ থেকে মাটিও সরে গেছে। দীর্ঘদিন আগে সওজের সংশ্লিষ্টরা সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও সংস্কার কিংবা নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয়নি। সর্বশেষ সিএনজির-অটোরিক্সার ভারে এটি দোল খাচ্ছে, এমন খবরে সত্যতা মেলায় জীবনের ঝুঁকি এড়াতে সম্প্রতি ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নাজিরহাট পৌর প্রশাসক এর ওপর দিয়ে গাড়ি চলাচল বন্ধের নির্দেশনা দেন। সরেজমিনে দেখা যায়, সড়কের দু’পাশ থেকে মাঝে মধ্যে মোটরসাইকেলসহ ছোট ছোট অটোযান চলাচল করছে। গাড়ি চলাচলরত অবস্থায় লোকজনকে চরম আতঙ্কের মধ্যে পারাপার হতে হয়। ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় মোটরসাইকেল চলাচল করলেও ব্রিজটি দুলতে থাকে। এ বিষয়ে সওজের উপ-প্রকৌশলী সাংবাদিকদের জানান, অনেক আগে সেতুটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। শুধুও সংস্কার করলে হবে না, নতুন সেতু নির্মাণ করতে হবে। একটি প্রকল্পের আওতায় এটি প্রক্রিয়াধীন আছে।
×