ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৭:০৬, ১৯ মার্চ ২০১৮

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ১৮ মার্চ, গাইবান্ধা ॥ বরিশালের ডিবিসি টিভির ক্যামেরাপার্সন সুমন হাসানের ওপর নির্যাতন ও ঘটনার প্রতিবাদে রবিবার প্রেসক্লাব সংলগ্ন গাইবান্ধার কাচারি বাজার মোড়ে মাথায় কালোকাপড় বেঁধে এক মানববন্ধনের কর্মসূচী পালন করে সাংবাদিকরা। গাইবান্ধার সাংবাদিক সমাজের আহ্বানে ও প্রেসক্লাবের সহযোগিতায় এই কর্মসূচী পালিত হয়। মানববন্ধন কর্মসূচীতে সম্মিলিত সাংস্কৃতিক জোট, সুরবানী সংসদ, ভিডিও জার্নালিস্ট এ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কে.এম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, অমিতাভ দাশ হিমুন, সিদ্দিক আলম দয়াল, আরিফুল ইসলাম বাবু, আফরোজা লুনা, রিকতু প্রসাদ, আতিকুর রহমান আতিক, হেদায়েতুল ইসলাম বাবু, শামীম আল সাম্য, এসএম বিপ্লব প্রমুখ। বক্তারা ডিবিসি টিভির ক্যামেরাপারসন সুমন হাসানের ওপর হামলার প্রতিবাদ ও ঘটনার সুষ্ঠু তদন্ত করার দাবি জানান। সেই সঙ্গে ঘটনায় জড়িত ডিবি পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান।
×