ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মেসিকে ছাড়াই সহজ জয় বার্সিলোনার

প্রকাশিত: ০৫:১৩, ১২ মার্চ ২০১৮

 মেসিকে ছাড়াই সহজ জয় বার্সিলোনার

স্পোর্টস রিপোর্টার ॥ দলের সেরা তারকা লিওনেল মেসি ছিলেন না পুত্র সন্তান জন্মের কারণে। কিন্তু তাতে বার্সিলোনার জয়যাত্রা থামেনি। শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় স্বাগতিক মালাগাকে ২-০ গোলে হারিয়েছে অতিথি বার্সা। কাতালানদের হয়ে গোল করেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ ও ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপ কুটিনহো। দশজনের মালাগার বিরুদ্ধে জিতে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে পয়েন্টের আগের ব্যবধান ধরে রেখেছে আর্নেস্টো ভালভার্ডের দল। বর্তমানে ২৮ ম্যাচ শেষে বার্সার ভা-ারে জমা সর্বোচ্চ ৭২ পয়েন্ট। রবিবার রাতের ম্যাচের আগে ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে এ্যাটলেটিকো মাদ্রিদ আর ৫৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। নিজে না খেললেও হাসপাতালে স্ত্রীর পাশে টেলিভিশনে মেসি শিষ্যদের খেলা উপভোগ করেন। লা রোসালেডা স্টেডিয়ামে প্রথামার্ধের ৩০ মিনিটের মধ্যেই সুয়ারেজ ও কুটিনহোর দুই গোলে বার্সার জয় নিশ্চিত হয়। কিছুক্ষণ পরই জর্ডি আলবাকে বিপজ্জনকভাবে ট্যাকেল করার জন্য মালাগার স্যামুয়েল গার্সিয়া লালকার্ড পেলে বাকি সময়টা স্বাগতিকদের ১০ জনকে নিয়েই খেলতে হয়। একজন কম খেলোয়াড় ও শেষ ১২ ম্যাচে জয়বিহীন মালাগার বিপক্ষে বার্সার জয়টা হয়তো আরও বড় হতে পারতো। সেটা হলে বুধবার চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলোতে চেলসির বিপক্ষে আত্মবিশ্বাসের পাল্লাটাও আরও ভারি হতো। ন্যুক্যাম্পের ম্যাচটিতে মেসির ফেরার অপেক্ষায় আছে বার্সা। প্রথম লেগে ১-১ গোলে ড্রয়ের ম্যাচটিতে গোল করেছিলেন মেসি। কিন্তু সবকিছুর পরও স্ট্রাইকারদের সাফল্য কোচ আর্নেস্টো ভালভার্ডেকে অত্যন্ত সন্তুষ্ট করেছে। মেসির অনুপস্থিতিতে সুয়ারেজ, কুটিনহো, উসমানে ডেম্বেলে প্রত্যেকেই নিজেদের প্রমাণ করেছেন। বিশেষ করে দুর্দান্ত পাস ও ট্যাকটিসের ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছেন ডেম্বেলে। তার সহযোগিতায় কুটিটহো দারুণ এক ফিনিশিংয়ে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচের ১৫ মিনিটে প্রথম গোল করেন সুয়ারেজ। ২৮ মিনিটে দ্বিতীয়টি করেন কুটিনহো। বিরতির পর আর কোন গোল না হওয়ায় দুই গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। এই ম্যাচে গোল করে দারুণ একটি র্কের্ড গড়েছেন সুয়ারেজ। বার্সিলোনার হয়ে স্পেনের শীর্ষ লীগে এখন পর্যন্ত মুখোমুখি হওয়া ২৫ দলের সবকটির বিপক্ষে গোলের দেখা পেয়েছেন উরুগুয়ের এই স্ট্রাইকার। দারুণ হেডে গোলটি করেন মাইলফলক স্পর্শ করেন তিনি। ইংলিশ ক্লাব লিভারপুল থেকে ২০১৪ সালে বার্সিলোনায় নাম লেখানোর পর লা লিগায় এখন পর্যন্ত ২৫টি দলের বিপক্ষে খেলেছেন সুয়ারেজ। মালাগার জালে বল জড়ানোয় সবকটি দলের বিপক্ষে গোল করা হয়ে গেল আক্রমণভাগের এই খেলোয়াড়ের। লীগে সবমিলিয়ে তার গোল হয়েছে ১০৬টি। তৃতীয় সন্তানের বাবা হওয়া মেসি লা লিগার ইতিহাসে সবচেয়ে বেশি ৩৬টি দলের বিপক্ষে গোল করেছেন। ৩৫ দলের বিপক্ষে গোল করেছেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি রাউল গঞ্জালেস ও এ্যাথলেটিক বিলবাওয়ের অভিজ্ঞ স্ট্রাইকার আরিটজ আদুরিজ। এই লীগে এখন পর্যন্ত ৩৩টি দলের বিপক্ষে খেলে ৩১ দলের বিপক্ষে গোলের দেখা পেয়েছেন রিয়াল ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এইবারের বিরুদ্ধে রিয়ালকে শেষদিকে এসে জয় উপহার দেন রোনাল্ডো। টানা সাত ম্যাচে গোল করা দলের সেরা তারকার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দলটির কোচ জিনেদিন জিদান। ম্যাচ শেষে ফরাসী গ্রেট বলেন, রোনাল্ডো অন্য গ্রহের মানুষ। সে জানে কিভাবে গোল করতে হয়। সত্যিকার অর্থেই সে একজন ভিন্ন মানের বিশেষ খেলোয়াড়, পরিসংখ্যানই এর প্রমাণ।
×